এক্সপ্লোর
Anant-Radhika Wedding: 'এসো দুজনে...' অনন্ত রাধিকার বিয়েতে সবচেয়ে বেশি নজর কাড়লেন কোন বলিউড তারকা-জুটি?
Anant Ambani Radhika Marchant Wedding: অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজরকাড়া অবশ্যই অম্বানি পরিবার।
নীতা অম্বানির হাতে গণপতির মূর্তি, অনন্ত অম্বানির শেরওয়ানিতে হাতির ব্রোচ.. অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজরকাড়া অবশ্যই অম্বানি পরিবার।
1/10

নীতা অম্বানির হাতে গণপতির মূর্তি, অনন্ত অম্বানির শেরওয়ানিতে হাতির ব্রোচ.. অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজরকাড়া অবশ্যই অম্বানি পরিবার। তবে তার বাইরে নজর কাড়লেন কোন কোন জুটি? এক ঝলকে দেখে নেওয়া যাক, অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরের জুটিদের।
2/10

ছেলে মেয়েদের নিয়ে মুকেশ অম্বানি, এদিন এক ফ্রেমে ধরা দেন ইশা অম্বানি, আকাশ অম্বানি, শ্লোকা মেটা ও আনন্দ পিরামল।
3/10

তিনি বিবাহবাসরে আসবেন কি না তা নিয়ে জল্পনা ছিলই। কিন্তু বিদেশের ছুটি কাটছাঁট করে তিনি দেশে ফিরে এলেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জন্যই। তাঁরা পা রাখতেই যেন কেড়ে নিলেন সমস্ত আলো। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নজর কাড়লেন শাহরুখ খান ও গৌরী। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান ও পুত্র আরিয়ান খানও।
4/10

হাসিমুখে.. গোলাপি বেনারসির সঙ্গে অফ শোলডার ব্লাউজ.. ভারি গয়না। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তাক লাগালেন আলিয়া ভট্ট। সঙ্গে মুক্তরঙা শেরওয়ানিতে মানানসই রণবীর কপূর।
5/10

তাঁদের সাজের মধ্যে যেন মিশে থাকে সারল্য। রঙিন লেহঙ্গা আর ভারি গয়নায় সাজলেন কিয়ারা আডবাণী। ভারি কাজের শেরওয়ানিতে নজর কাড়লেন সিদ্ধার্থ মলহোত্রও।
6/10

বলিউডের অন্যতম সেরা জুটি তাঁরা, অনেকে বলেন, মেড ফর ইচ আদার। অম্বানিদের বিবাহে তাক লাগালেন শাহিদ কপূর ও মীরা রাজপুত। পোশাকের রংমিলান্তিতে তাঁরা ছিলেন আজকের পার্টিতে নজরকাড়া।
7/10

লাল শাড়িতে অপরূপা ক্যাটরিনা কইফ, পাশে ভিকি কৌশল যেন কমপ্লিমেন্ট করছেন তাঁর পোশাককে। অম্বানিদের বিবাহ অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।
8/10

সপরিবারে মাধুরী দীক্ষিত নেনে। স্বামী ও পুত্রকে নিয়ে লেহঙ্গায় অম্বানিদের বিয়ে অনুষ্ঠানে ঝলমলিয়ে উঠলেন এই এভারগ্রীন নায়িকা।
9/10

বিদেশ থেকে উড়ে এসেছেন এই বিয়ের খাতিরেই। ক্যামেরার সামনে আসার আগে তাঁরা ঠিক করে দিলেন একে অপরের পোশাক। ক্যামেরার সামনে শুধু পোশাকের জোরে নয়, রসায়নেও নজর কাড়লেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস।
10/10

অন্তঃসত্ত্বা হয়েও, লাল সালোয়ার কামিজে অপরূপা দীপিকা পাড়ুকোন, বেবিবাম্প আগলে হাজির রইলেন রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানির বিয়েতে। কথা বললেন সবার সঙ্গে। তাঁর সঙ্গে হাজির ছিলেন রণবীর সিংহও।
Published at : 12 Jul 2024 11:40 PM (IST)
View More
Advertisement
Advertisement






















