এক্সপ্লোর
Holi 2022: বিয়ের পর প্রথম হোলি, রঙের উৎসবে একে অপরকে রাঙিয়ে দিলেন অঙ্কিতা-ভিকি

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন
1/10

বলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। গতবছরই দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
2/10

বিয়ের পর প্রথম হোলি। আর তাই নিজেরাই হোলি স্পেশাল পার্টির আয়োজন করলেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন।
3/10

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনর হোলি পার্টিতে ব্যবহার করা হয়েছে হ্যাশট্যাগ #AnVikiRaasLeela । এদিন হোলি স্পেশাল পার্টিতে একে অপরকে রাঙিয়ে দিলেন নববিবাহিত দম্পতি।
4/10

কখনও ভিকি জৈনকে দেখা যায় অঙ্কিতা লোখান্ডের গালে রং মাখিয়ে দিতে। আবার কোনও ছবিতে দেখা যায় অঙ্কিতা রং মাখিয়ে দিচ্ছেন স্বামীর গালে।
5/10

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর, মঙ্গলবার মুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচতারা হোটেল গাঁটছড়া বাঁধেন ভিকি-অঙ্কিতা। বিয়ের জন্য সোনালী লেহেঙ্গায় সেজেছিলেন অঙ্কিতা, সঙ্গে ছিল মানানসই ভারী গয়না।
6/10

সাধারণত বিয়ের কনেদের আমরা লাল লেহেঙ্গায় দেখতে অভ্যস্ত। কিন্তু সেই ছক ভেঙে একেবারে সোনালী লেহেঙ্গায় সেজেছিলেন অঙ্কিতা এবং বলাই বাহুল্য তাঁকে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল।
7/10

প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন অঙ্কিতা ও ভিকি। পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন অভিনেত্রী।
8/10

টিভির একাধিক জনপ্রিয় তারকা অঙ্কিতার বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে মিডিয়া ও পাপারাৎজিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল। তবে শেষমেশ করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য সেই 'রেড কার্পেট ইভেন্ট' তাঁরা বাতিল করেন।
9/10

ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বিরাট রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নবদম্পতি অঙ্কিতা-ভিকি। আর সেখানেই নববধূ অঙ্কিতা লোখান্ডের সাজ নজর কাড়ে।
10/10

দুধে আলতা রঙের বেনারসী শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে ভারী গয়না। মাথার খোঁপায় ফুলের মালা। আর অভিনেত্রীর এই সাজ দেখেই অনুরাগীরা মিল পান অনুষ্কা শর্মার রিসেপশনের সাজের সঙ্গে। ঠিক কয়েক বছর আগে বিরাট কোহলিকে (Virat Kohli) বিয়ে করার পর রিসেপশন পার্টিতে এভাবেই সেজেছিলেন অনুষ্কা। ভারী কাজের শাড়ির সঙ্গে ভারী গয়না ও মাথায় খোঁপায় ফুলের মালা।
Published at : 18 Mar 2022 08:58 PM (IST)
Tags :
Ankita Lokhande Bollywood Festival Bollywood News Entertainment Vicky Jain Entertainment News Dol Purnima Holi 2022 Date And Time Holi 2022 Significance Holi 2022 When Is Holi In 2022 Holi 2022 Date Holi 2022 In India Dol Purnima 2022 Date Of Holi 2022 Dol Purnima 2022 Significance Dol Purnima 2022 Importance হোলি ২০২২ দোল ২০২২ দোল পূর্ণিমা ২০২২ বসন্ত উৎসব ২০২২ দোল উৎসব ২০২২ Holi 2022আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
