এক্সপ্লোর
Kapil Sharma Show: ৪ বছর পর 'দ্য কপিল শর্মা শো'-তে ফিরতে পারেন সুনীল গ্রোভার? জল্পনা
৪ বছর পর 'দ্য কপিল শর্মা শো'-তে ফিরতে পারেন সুনীল গ্রোভার? জল্পনা
1/6

কথায় বলে সম্পর্ক ভীষণই সংবেদনশীল। তৈরি করতে বহু বছর লেগে যায়। ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। এমনই কিছু হয়েছিল কপিল শর্মা ও সুনীল গ্রোভারের মধ্যে। যার জেরে দুজনরে দীর্ঘদিনের বন্ধুত্ব এক লহমাতেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আজও তা ঠিক হয়নি। ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া।
2/6

শোনা যায়, বন্ধুত্বের এই সম্পর্ক কপিল শর্মার জন্যই ভেঙেছে। একবার তিনি না কি নেশার ঘোরে সুনীলকে এমন কিছু বলেছিলেন, যা তাঁর বলা উচিত হয়নি। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের মার্চ মাসে। সেই সময় কপিলের কেরিয়ার শিখরে। স্টারডমের শীর্ষে ছিলেন তিনি। তাঁর শো মারাত্মক হিট। ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া।
3/6

শোনা যায়, অস্ট্রেলিয়ায় একটি শো করে ফিরছিল গোটা টিম। দুজনের যখন ঝামেলা হয়, তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কপিল। ঘনিষ্টমহলের মতে, বিমানে যখন কপিল দেখেন যে গোটা টিম তাঁকে বাদ দিয়েই খাবার খেতে শুরু করে দিয়েছে, তখন তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান। ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া।
4/6

তিনি প্রচণ্ড চিৎকার করতে থাকেন। বলতে শুরু করেন, তাঁকে বাদ দিয়ে কী করে সকলে খেতে শুরু করল? কপিলের রণমূর্তি দেখে তাঁর বাকি সহ-অভিনেতা চুপ করে ছিলেন। সেই সময় ক্ষিপ্ত কপিলকে বোঝাতে আসেন সুনীল। শোনা যায়, সেই সময় কপিল তাঁকে শুধু কুকথা বলেন, তাই নয়। একেবারে জুতো ছুড়ে মারেন। ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া।
5/6

এখানেই শেষ নয়। সুনীলের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন কপিল শর্মা। শুধু সুনীল নয়, বাকি সহ-অভিনেতাদেরও বেলাগাম আক্রমণ করেন কপিল। এমনকী, তাঁদের কেরিয়ার শেষ করে দেওয়ারও হুমকি দেন। এই ঘটনার পর সুনীল ও কপিলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যায়। ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া।
6/6

এমনকী, কপিলের শো থেকে নিজেকে সরিয়ে নেন সুনীল। দুজনের মধ্যে এতটাই তিক্ততা তৈরি হয় যে তারপর থেকে তাঁদেরকে একসঙ্গে আর দেখা যায়নি। সম্প্রতি, খবরে প্রকাশ পেয়েছে যে, সুনীল ও কপিলের মধ্য়ে মিটমাট করানোর উদ্যোগ নিয়েছেন সলমন খান। জল্পনা শোনা যাচ্ছে, ফের দ্য কপিল শর্মা শো-তে ফিরতে পারেন সুনীল। যদিও, এখনই সেই সম্ভাবনা ক্ষীণ। ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া।
Published at : 25 Apr 2021 09:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
