এক্সপ্লোর
Celebrity Sindur Khela: আটপৌরে শাড়িতে অনবদ্য রানি, কাজলের পরনে লালপাড় গরদ, নুসরতের পাশে যশ, একনজরে তারকাদের সিঁদুর খেলা
Durga Puja 2024: মাকে বিদায় জানানোর পালা। সিঁদুর খেলায় অংশ নিলেন বলি-টলি তারকারা। ছবি: ইনস্টাগ্রাম।

ছবি: ইনস্টাগ্রাম।
1/12

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ নয় শারদোৎসব। দেশের অন্য রাজ্য তো বটেই, দেশের বাইরেও বাঙালিরা দুর্গাপুজোয় মেতে ওঠেন। বাদ গেলেন না তারকারাও। দশমীতে সিঁদুর খেলায় মাতলেন বলিউড এবং টলিউড তারকারা।
2/12

নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় প্রতি বারের মতো এবারও হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়। আটপৌরে শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় সিঁদুর খেলতে হাজির হন রানি। পরিবারের সদস্যদের গালে, মাথায়, নোয়ায় সিঁদুর ছোঁয়ান তিনি। তাঁকেও সিঁদুরে রাঙিয়ে দেন সকলে।
3/12

গুটিকয়েক ছবি করে অভিনয় থেকে সন্ন্যাস নেন সর্বাণী মুখোপাধ্যায়। পুজোয় শুরু থেকে শেষ পর্যন্ত তিনি থাকেন। তুতো বোন রানির সঙ্গে সিঁদুর খেললেন তিনিও।
4/12

মায়ের দিক থেকে মারাঠা হলেও, বাবার দিক থেকে বাঙালি। এমনিতে তা নিয়ে যদিও কখনওই বড়াই করতে শোনা যায়নি কাজলকে। তবে দুর্গাপুজো একেবারে অন্য কথা।
5/12

লাল পাড় সাদা শাড়িতে সিঁদুর খেলতে পৌঁছন কাজল। মাকে নিজের হাতে বরণও করেন। সাদামাটা সাজে নজর কাড়েন তিনি।
6/12

সিঁদুর খেলতে গিয়ে রাঙা হলেন নুসরত জাহান। যশ দাশগুপ্ত ছিলেন একেবারে পাশে। জানালেন, মাকে সিঁদুর খেলতে দেখেছেন, এখন নুসরতকেও দেখছেন। তাঁদের ছেলে ঈশানেরও দেখা মেলে এবছর পুজোতেই।
7/12

প্রতিবারের মতো এবারও উৎসবে শামিল হন ঋতাভরী চক্রবর্তী। দশমীতে সিঁদুর খেলায় অংশ নিলেন। সেই ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়।
8/12

পূজা বন্দ্যোপাধ্যায় কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। তাই বলে দুর্গাপুজোয় অংশ নেবেন না? স্বামীকে নিয়ে ধনুচি নাচেও অংশ নেন তিনি।
9/12

কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, দুর্গাপুজো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা কঠিন। লাল-সাদা শাড়িতে অনবদ্য পাওলি দাম।
10/12

নর্থ বম্বের পুজোতে হঠাৎই হাজির শেরলিন চোপড়া। আটপৌরে শাড়িতে বাঙালিয়ানাকে আপন করে নিলেন অভিনেত্রী।
11/12

নর্থ বম্বের পুজোয় ফি বছর বাঁধাধরা তাঁর যাওয়া। ঈশিতা দত্ত সিঁদুর খেললেন এবারও। স্বামী বৎসল শেঠও ছিলেন পাশে।
12/12

টেলি অভিনেত্রী স্মৃতি ঝা মনেপ্রাণে বাঙালি। কলকাতায় জীবনের বেশ কিছু বছর কেটেছে। তাই দুর্গাপুজোয় থাকবেন না তা কি হয়!
Published at : 13 Oct 2024 08:12 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
আইপিএল
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
