বলিউডের তারকা দম্পতি সইফ আলি খান ও করিনা কপূরের বিয়ে হয়েছিল ২০১২ সালে। তশন সিনেমার সেটে একে অপরের প্রতি ভালোলাগার সূত্রপাত। তারপর প্রেম। সেইসূত্রে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
2/5
সইফের ছিল এটি দ্বিতীয় বিয়ে। এর আগে অমৃতা সিংহকে বিয়ে করেছিলেন সইফ। অমৃতা সইফের চেয়ে বয়সে ১২ বছরের বড় ছিলেন। বিয়ের পর তাঁদের দুই সন্তান (সারা আলি খান ও ইব্রাহিম আলি খান)-এর জন্ম হয়। বিয়ের ১৩ বছর পর তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
3/5
সইফের দ্বিতীয় বিয়েতে যোগ দিয়েছিলেন সারা ও ইব্রাহিম। বিয়ে নিয়ে খুবই খুশি ছিলেন সইফ ও করিনা। কিন্তু সইফের মা শর্মিলা ঠাকুর যতটা আশা করা গিয়েছিল, ততটা উৎসাহী ছিলেন না। এর কারণ শর্মিলা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
4/5
এক পুরানো সাক্ষাৎকারে সইফ ও করিনার বিয়ে নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ছেলের বিয়েতে কী পরবেন তিনি। এর জবাবে শর্মিলা বলেছিলেন, এটা একটা খুশির মুহূর্ত। তাই কী পরব, তার ততটা গুরুত্ব নেই। হয়ত নিজের কালেকশনের পুরানো কোনও শাড়ি পরব। এতে যদি আমাকে উৎসাহিত মনে না হয়, তাহলে ক্ষমা করবেন। এক বছর আগেই আমার স্বামী প্রয়াত হয়েছেন।
5/5
উল্লেখ্য, ২০১১-র সেপ্টেম্বরে শর্মিলার স্বামী তথা ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পটৌডি প্রয়াত হয়েছিলেন। এর এক বছর পর ২০১২-র অক্টোবরে বিয়ে হয়েছিল করিনা ও সইফের। শর্মিলা সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর স্বামীর মৃত্যুর পর সেই আবেগবিহ্বল সময়ে করিনা পাশে দাঁড়িয়েছিলেন।