এক্সপ্লোর
Entertainment:দেশভাগের সময় দিল্লি আসা সেই কিশোরই আজ বিশিষ্ট কবি, জ্ঞানপীঠ পুরস্কার গুলজারকে
Gulzar Gets Jnanpith: জন্মেছিলেন অবিভক্ত ভারতের ঝিলম জেলার 'দিনা'-য়। দেশভাগের সময় দিল্লি চলে আসা। সেখান থেকে প্রবাদপ্রতিম গীতিকার, পরিচালক ও কবি। আজ জ্ঞানপীঠ পুরস্কার পেলেন সেই, গুলজার।
দেশভাগের সময় দিল্লি আসা সেই কিশোরই আজ বিশিষ্ট কবি, জ্ঞানপীঠ পুরস্কার গুলজারকে (ছবি:PTI)
1/8

জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার । জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে, সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুলজারকে চয়ন করা হয়েছে। তাঁর সঙ্গেই এই পুরস্কার পাচ্ছেন সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভর্দ্রাচার্য। (ছবি:PTI)
2/8

বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ উর্দু কবি হিসেবে স্বীকৃত গুলজার। হিন্দি চলচ্চিত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর। ২০০২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারও পান উর্দু সাহিত্যে অবদানের জন্য।(ছবি:PTI)
Published at : 17 Feb 2024 10:30 PM (IST)
আরও দেখুন






















