হোমফটো গ্যালারিবিনোদনেরMouni Roy Wedding: লাল পাড় সাদা শাড়িতে মৌনী রায়, অভিনেত্রীর বিয়ের ছবি প্রকাশ্যে
Mouni Roy Wedding: লাল পাড় সাদা শাড়িতে মৌনী রায়, অভিনেত্রীর বিয়ের ছবি প্রকাশ্যে
By : abp ananda | Updated at : 27 Jan 2022 12:48 PM (IST)
মৌনী রায়ের বিয়ে
1/7
দীর্ঘদিনের প্রেমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। নেট মাধ্যমে প্রকাশ পেল তাঁর বিয়ের অদেখা ছবি।
2/7
এদিন লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠতে দেখা গেল অভিনেত্রীকে। একেবারে বাঙালি পোশাকে সেজেছিলেন মৌনী।
3/7
লাল পাড় সাদা শাড়ির সঙ্গে মানানসই ভারি গয়নায় সেজেছিলেন মৌনী রায়। প্রেমিক সূরজ নাম্বিয়ারের পরনে ছিল পাঞ্জাবী। দক্ষিণ ভারতের রীতি মেনে পোশাক পরেছিলেন সূরজ।
4/7
প্রথমে জানা গিয়েছিল বিয়ে করতে বিদেশে উড়ে যাবেন তিনি। দুবাই বা ইতালিতে বসবে তাঁর বিয়ের আসর। কিন্তু পরবর্তীকালে পরিবারসূত্রে জানা যায়, বিদেশে নয়, দেশের মাটিতেই সাতপাক ঘুরবেন মৌনী।
5/7
বিয়েতে উপস্থিত ছিলেন মন্দিরা বেদী, অর্জুন বিজলানি থেকে শুরু করে বলিউডের ছোটপর্দা ও বড়পর্দার একাধিক তারকারা। সোশ্যাল মিডিয়ায় মৌনীর ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা।
6/7
রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন অভিনীত আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-তেও দেখা যাবে মৌনীকে। এই ছবির শ্যুটিং চলছে।
7/7
'নাগিন' খ্যাত অভিনেত্রী মৌনী রায়কে দেখা গিয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। এছাড়াও বলিউডে বড় পর্দাতেও কাজ করেছেন।