এক্সপ্লোর
Broken But Beautiful 3: আসছে ‘বিবিবি ৩’, নজর কাড়ছে রোমান্টিক ওয়েব সিরিজের সেটের ছবি
Broken But Beautiful 3
1/5

টেলিভিশন হার্টথ্রব সিদ্ধার্থ শুক্লার অভিষেক খুব শীঘ্রই ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে চলেছে। ব্রোকেন বাট বিউটিফুট ৩-তে দেখা যাবে তাঁকে। অল্টবালাজির এই ওয়েব সিরিজের জন্য সাগ্রহে অপেক্ষায় রয়েছেন সিদ্ধার্থর অনুরাগীরা। বিগ বস ১৩-জয়ীর বিবিবি-৩ তে প্রধান ভূমিকায় অভিনয়ের কথা ঘোষণার পর থেকেই তাঁরা এই ওয়েব সিরিজের জন্য মুখিয়ে রয়েছেন।
2/5

সিদ্ধার্থকে রশমি দেশাই, জসমিন ভাসিন, প্রত্যূষা বন্দ্যোপাধ্যায়দের মতো টেলিভিশন তারকাদের সঙ্গে দেখা গেছে। ব্রোকেন বাট বিউটিফুল ৩-তে তাঁকে নবাগতা সোনিয়া রাঠির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। আর এই ওয়েব সিরিজের সেটের কিছু ছবি সিদ্ধার্থর অনুরাগীদের মুগ্ধ করবেই।
Published at : 05 May 2021 04:07 PM (IST)
আরও দেখুন






















