এক্সপ্লোর
Ranveer-Deepika Griha Pravesh: নতুন জীবনে রণবীর-দীপিকা, হাতে হাত রেখে গৃহপ্রবেশ বাংলোয়
Bollywood Couple: আলিবাগের বাংলোয় গৃহপ্রবেশ সারলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তার বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন রণবীর।
আলিবাগের বাংলোয় গৃহপ্রবেশ রণবীর ও দীপিকার।
1/11

প্রায় চার বছর হতে চলল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখনও পরস্পরকে চোখে হারান তাঁরা। তার মধ্যেই এ বার জীবনের নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছেন বলিউড তারকা রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন।
2/11

এক বছর আগেই আলিবাগে ২২ কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছিলেন রণবীর এবং দীপিকা। এ বার ওই বাংলোয় গৃহপ্রবেশ সারলেন তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিতে তার বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন রণবীর।
Published at : 20 Aug 2022 11:37 AM (IST)
আরও দেখুন





















