এক্সপ্লোর
Bigg Boss 15 Update:‘বিগ বস ১৫’-তে যোগ দিচ্ছেন রিয়া চক্রবর্তী? আর কারা হতে পারেন সম্ভাব্য প্রতিযোগী
বিগ বস ১৫-তে দেখা যেতে পারে রিয়া চক্রবর্তীকে
1/13

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো হল বিগ বস। দর্শকরা ১৫ তম সিজনের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। এখন দেখে নেওয়া যাক, ১৫ তম সিজনের সম্ভাব্য প্রতিযোগী কারা হতে পারেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই তালিকায় রিয়া চক্রবর্তী, অনুষা ডান্ডেকর, দিশা ভাখানি, পার্থ সামথানের মতো সেলিব্রিটিরা থাকতে পারেন।
2/13

তারক মেহতা কা উল্টা চশমা খ্যাত দিশা ভাকানির সঙ্গে এই শো-এর ব্যাপারে যোগাযোগ করা হয়েছে বলে খবর। (Image courtesy – Getty)
Published at : 31 May 2021 07:12 PM (IST)
আরও দেখুন






















