ভারতের স্বাধীনতা নিয়ে মন্তব্য করার পর থেকেই অভিনেত্রী কঙ্গনা রানাউতের সব জাতীয় পুরস্কার কেড়ে নেওয়ার দাবি জানিয়েছে।
2/8
সম্প্রতি কঙ্গনা এক সাক্ষাৎকারে স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, স্বাধীনতা যদি ভিক্ষে করে পাওয়া যায়, তাহলে তা কী করে স্বাধীনতা হতে পারে ? যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষে।
3/8
অভিনেত্রী বলেন, প্রকৃত স্বাধীনতা পাওয়া গিয়েছে ২০১৪-তে। যে সময় মোদি ক্ষমতায় এসেছেন। কঙ্গনার ওই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।
4/8
শিবসেনার তরফে এই বক্তব্যকে ‘দেশদ্রোহিতা’ বলে মনে করা হচ্ছে।
5/8
শিবসেনার মুখপত্র সামনা'-এর সম্পাদকীয়তে বলা হয়েছে, "স্বাধীনতার এমন অপমান দেশ কখনও সহ্য করবে না। রক্ত, ঘাম, অশ্রু এবং অগণিত ভারতীয়দের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা।"
6/8
এও বলা হয়েছে, "মোদি সরকারের উচিত কঙ্গনার সমস্ত জাতীয় পুরস্কার কেড়ে নেওয়া।"
7/8
সম্পাদকীয়তে বলা হয়েছে যে কঙ্গনা বিজেপির "ভুয়ো জাতীয়তাবাদ" প্রকাশ করেছেন।
8/8
সম্পাদকীয়তে যোগ করা হয়েছে, "কঙ্গনার আগে কেউ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এমনভাবে অপমান করেনি। সম্প্রতি তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন যা আগে মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। এটা দুর্ভাগ্যজনক যে কঙ্গনাকে একই পুরস্কারে সম্মানিত করা হয়েছিল," সম্পাদকীয়তে যোগ করা হয়েছে।