এক্সপ্লোর
Manisha Koirala: প্রচারের আলো থেকে দূরে অভিনেত্রী মণীষা কৈরালা, কী করছেন আজকাল?
Manisha Koirala
1/12

১৯৯১ সালে সৌদাগর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী মণীষা কৈরালা। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জিতেছিলেন মণীষা। সিনেমা হিট হয়েছিল, আর সেইসঙ্গে মণীষা ফিল্মি কেরিয়ারের শুরুটাও দুরন্ত হয়েছিল। মণীষা অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু এখন মণীষাকে নিয়ে সিনে মহলে সেভাবে আর আলোচনা হয় না। জেনে নেওয়া যাক, প্রচারের আলো থেকে দূরে মণীষা এখন কী করছেন।
2/12

মণীষা আদতে নেপালি অভিনেত্রী। তিনি তাঁর ২৯ বছরের ফিল্মি কেরিয়ারে সৌদাগর, দিল সে, খামোশি, কচ্চে ধাগে, লজ্জা-র মতো বেশ কিছু অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন।
Published at : 22 Sep 2021 11:12 AM (IST)
আরও দেখুন






















