এক্সপ্লোর
Yuvan Chakraborty Pics: হালিশহরে রাজকীয় আয়োজন, অন্নপ্রাশন হল 'রাজশ্রী' পুত্র ইউভানের

ইউভানের অন্নপ্রাশন
1/10

দেখতে দেখতে প্রায় ৬ মাস পার। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় পুত্র ইউভান। আজ ছিল তাঁর অন্নপ্রাশনের অনুষ্ঠান।
2/10

অন্নপ্রাশনের আয়োজন হয়েছিল রাজের দেশের বাড়ি হালিশহরে। সেখানেই আগের দিন সপরিবারে রওনা দিয়েছিলেন রাজ-শুভশ্রী।
3/10

ছোট্ট ইউভানের জন্মদিনের আগের দিনই ছিল পরিচালকের জন্মদিন। অতএব ডাবল সেলিব্রেশন।
4/10

আজ দাদুর হাতে পায়েস খেল ইউভান। অতএব, মুখে ভাত। সমস্ত আচান অনুষ্ঠান মেনেই পালন হল একরত্তির অন্নপ্রাশন।
5/10

হালিশহরের বাড়ি থেকেই ইউভানের কিছু ছবি শেয়ার করেছিলেন রাজ। নিজের জন্মদিনে ছেলের ছবিই শেয়ার করেছিলেন বাবা রাজ।
6/10

মা-বাবার কোলে উঠে খুশি ছোট্ট ইউভান। সেই ছবিও শেয়ার করেছিলেন রাজ।
7/10

বেগুনি শাড়িতে শুভশ্রীকেও দেখা গেল ছেলের সঙ্গে খেলা করতে। সেই ভিডিও ও শেয়ার করেছিলেন রাজ।
8/10

কাল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। সেখানে দেখা যায়, ফুলে ফুলে সেজে উঠছে রাজের বাড়ি।
9/10

দাদুর হাতেই পায়েস খায় ছোট্ট ইউভান। পাশে ছিলেন ঠাকুমাও।
10/10

এর আগে ভ্যালেন্টাইন্স ডে তে রাজ বলেছিলেন, তাঁদের এখন পেরেন্সট ডে সেলিব্রেট করার সময়।
Published at : 22 Feb 2021 07:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
