সম্প্রতি রিপড জিনস নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল দেখা দিয়েছে। এরইমধ্যে অভিনেত্রী কৃতি স্যাননকে রিপড জিনসে দেখা গেল। সেই সঙ্গে স্টাইলিশ টপও ক্যারি করলেন তিনি।
2/6
এই লুকে অভিনেত্রী বেশ নজর কেড়েছেন। এর সঙ্গে পনি টেল ও বাদামি চশমা তাঁকে বেশ ভালো মানিয়েছে।
3/6
স্টাইলিশ নেট টপ ও রিপড জিনসে তাঁকে বেশ ক্যাজুয়াল ফর্মে দেখা গিয়েছে। সঙ্গে ছিল স্টাইলিশ সাইড লং ব্যাগ।
4/6
কৃতির হাতে আগামীদিনে বেশ কয়েকটি বড় প্রোজেক্ট রয়েছে। সম্প্রতি আদি পুরুষ-এর মতো বিগ বাজেট ও বিগ স্টার মুভিতে তাঁর এন্ট্রি হয়েছে।
5/6
এই সিনেমায় কৃতিকে সীতার ভূমিকায় দেখা যাবে, যা অভিনেত্রীর কাজে একটা বড় সুযোগ। এই সিনেমায় তাঁর সঙ্গে সইফ আলি খান, প্রভাস ও সানি সিংহর মতো তারকাদেরও দেখা যাবে।
6/6
এছাড়াও কৃতি মিমি-তে তাঁর কেরিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এই সিনেমায় তাঁকে এক অন্তঃসত্ত্বার ভূমিকায় দেখা যাবে।(সূত্র এবিপি নিউজ)