এক্সপ্লোর
Aryan Khan: আন্তর্জাতিক ড্রাগ র্যাকেটের সঙ্গে যোগসূত্র আছে শাহরুখ-পুত্রের, আদালতকে জানাল এনসিবি

aryan_feature
1/7

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আন্তর্জাতিক ড্রাগ নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখতেন, আদালতকে এমনটাই জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
2/7

বুধবার একটি বিশেষ আদালতে জামিনের মামলার শুনানিতে বলা হয় যে ২৩ বছরের আরিয়ানের থেকে নিষিদ্ধ মাদক দ্রব্যও পাওয়া গিয়েছে। তার সহযোগী আরবাজ মার্চেন্টের কাছ থেকে অবৈধ মাদক সংগ্রহ করত সে, দাবি এনসিবির।
3/7

বলা হয়েছে, "মাদকের অবৈধ ক্রয় এবং অবৈধ পণ্য বিতরণের ক্ষেত্রে আরিয়ান খানের ভূমিকা রয়েছে।"
4/7

এর আগে এনসিবি জানায় যে এই মামলা থেকে ক্ষমতাবলে মুক্তি পেতে পারে আরিয়ান। "পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না", আদালতকে এনসিবির তরফে এমনটা জানান হয়।
5/7

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হওয়ার পর বুধবার মামলাটি একটি বিশেষ এনডিপিএস আদালতে এসেছে এবং বর্তমানে সেটির শুনানি চলছে।
6/7

গত ২ অক্টোবর, মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই পাকড়াও করা হয় তারকা পুত্র সহ বেশ কয়েকজন।
7/7

গত ৭ অক্টোবর আরিয়ান খান সহ আটজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছিল। শুক্রবার থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান।
Published at : 14 Oct 2021 08:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
আইপিএল
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
