এক্সপ্লোর
Bollywood Divorce: সংসার ভাঙল 'চিরকুমার' সলমনের দুই ভাইয়েরই, বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দিলেন সোহেলও
সোহেল এবং সীমার ২৪ বছরের দাম্পত্যে ইতি।
1/11

এক জন বিয়েই করেননি। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে দ্বিতীয় জনের। কনিষ্ঠজনকে নিয়ে তাই আশায় বুক বেঁধেছিলেন সকলে। কিন্তু শেষরক্ষা হল না। বলিউড অভিনেতা সলমন খানের ছোট ভাই, পরিচালক-প্রযোজক তথা অভিনেতা সোহেল খান এবং তাঁর ফ্যাশন ডিজাইনার স্ত্রী সীমা সচদেব খান এ বিবাহবিচ্ছেদের আবেদন জমা দিলেন।
2/11

বিগত ২৪ বছরের দাম্পত্যজীবন সোহেল এবং সীমার। শুক্রবার মুম্বইয়ের ফ্যামিলি কোর্টে দেখা যায় তাঁদের। দু'জনেই সম্মতিক্রমে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জানিয়েছেন বলে খবর। আদালত থেকে দু'জনকে আলাদা আলাদা বেরোতে দেখা যায়। তবে রাগ, সন্তাপ নয়, আদালতে দু'জনকেই পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখা যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
Published at : 14 May 2022 07:37 AM (IST)
আরও দেখুন






















