এক্সপ্লোর
Pilu Serial Update: পিলু ও আহিরের 'মহা পরিণয়', কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?
'পিলু' ধারাবাহিকে নয়া মোড়
1/10

জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'পিলু'। শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই দর্শকদের বেশ মন কেড়েছে এই ধারাবাহিক।
2/10

'পিলু' ধারাবাহিকের গল্পে এবার নতুন মোড়। সেখানে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'মহা পরিণয় সপ্তাহ'। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
3/10

ধারাবাহিকে এবার গুরুজির সম্মান বাঁচাতে গুরুতর পদক্ষেপ নিতে দেখা গেল নায়ক আহিরকে। পিলুর সিঁথিতে সিঁদুর দিলেন আহির।
4/10

ধারাবাহিকের এই বিশেষ সপ্তাহের প্রোমো ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। দর্শক বেশ উচ্ছ্বসিত।
5/10

ধারাবাহিকের গল্পে ধারা অনুযায়ী, আহির ও রঞ্ঝার বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের আসরেই ঘটে একেবারে উল্টো কাণ্ড।
6/10

আহির তাঁর গুরুজি অর্থাৎ রঞ্ঝার বাবার সম্মান বাঁচাতে বিয়ে করে পিলুকে। যদিও তাঁকে আটকানোর চেষ্টা করে খোদ পিলুই।
7/10

কিন্তু কেন এমন পদক্ষেপ? এরপরেই বা কোন দিকে মোড় নিতে চলেছেন 'পিলু'?
8/10

পিলু ও আহিরের এই বিয়ের সিদ্ধান্ত কীভাবে নেবে 'গান বাড়ি'র সদস্যরা? কী হবে রঞ্ঝার অবস্থান?
9/10

জি বাংলায় প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যায় এই ধারাবাহিক।
10/10

ধারাবাহিকের অভিনয়ে নবাগতা মেঘা দাঁ ও গৌরব রায় চৌধুরী।
Published at : 24 Feb 2022 11:44 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















