এক্সপ্লোর
Prithviraj Film: মুক্তির আগে বিশেষ স্ক্রিনিং পৃথ্বীরাজের, অক্ষয়-মানুসীর প্রশংসায় আদিত্যনাথ

পৃথ্বীরাজ
1/8

রাত পোহালেই মুক্তি পাবে অক্ষয় কুমার মানুসী চিল্লার অভিনীত 'পৃথ্বীরাজ' ছবিটি। তার আগে উত্তরাখণ্ডে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল।
2/8

অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং যোগী আদিত্যনাথ। এদিন মঞ্চে অভিনেতা অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও।
3/8

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর সদ্যই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে, 'আমরা ঘোষণা করছি যে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিটি উত্তরপ্রদেশে করমুক্ত করা হবে। যাতে সাধারণ মানুষ এই ছবিটি দেখতে পারেন।'
4/8

আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি ঘোষণা করেন যে, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, উত্তরাখণ্ডে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিটি করমুক্ত করা হবে।'
5/8

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর স্ত্রী এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
6/8

নির্ভীক এবং পরাক্রমশালী সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিটি তৈরি হয়েছে।
7/8

এদিনের অনুষ্ঠানে সাদা পোশাকে সেজেছিলেন অক্ষয় ও মানুসী চিল্লার। সাদা কালো কাজের পাঞ্জাবী পড়েছিলেন অক্ষয়, সাজা সালোয়ার কামিজে সেজেছিলেন মানুসী।
8/8

সদ্যই নতুন ছবি মুক্তির আগে বারাণসীতে গঙ্গা দর্শন করেন অক্ষয় কুমার। সেখানে পুজো দেন এবং গঙ্গায় স্নানও করেন।
Published at : 02 Jun 2022 11:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
