এক্সপ্লোর
Rajinikanth Best Dialogues: ৭৩-এ পা দিলেন 'শিবাজি দ্য বস'! জানুন তাঁর কিছু বিখ্যাত সংলাপ
Rajinikanth 73rd Birthday: দক্ষিণী ছবির একেবারে বেতাজ বাদশা বলা চলে রজনীকান্তকে। তার ৭৩তম জন্মদিনে চলুন দেখে নেওয়া যাক তাঁর ছবির বেশ কিছু জনপ্রিয় সংলাপ।
৭৩তম জন্মদিনে রজনীকান্ত । ছবি- পিটিআই
1/10

'শিবাজি' বললেই এক ঝলকে ভেসে ওঠে তাঁর নাম। ৭৩-এ পা দিলেন শিবাজি, তবু আজও চিরযুবা থালাইভা। চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য তাঁর। তিনি রজনীকান্ত যার ফিল্মি ঢঙে সংলাপ বলার কায়দায় আজও উল্লাসে ফেটে পড়ে অনুরাগীরা।
2/10

সাল ১৯৭৫। 'অপূর্ব রাগাঙ্গল' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের দুনিয়ায় পদার্পণ করেন রজনীকান্ত। তাঁর আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়, তবে ছবির দুনিয়ার দৌলতে সারা ভারত তাঁকে চেনে রজনীকান্ত নামেই।
Published at : 12 Dec 2023 09:42 PM (IST)
আরও দেখুন






















