এক্সপ্লোর
Rakul Preet Singh: অঙ্কে স্নাতক থেকে ফিল্মি দুনিয়ায় আগমন, রকুলপ্রীত সম্পর্কে অজানা তথ্য

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

১৯৯০ সালের ১০ অক্টোবর জন্ম নেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। কাজ করেছেন হিন্দি, তেলুগু, তামিল ছবিতে।
2/10

নয়াদিল্লির শিখ পরিবারে জন্ম নিয়েছেন তিনি। অঙ্ক নিয়ে স্নাতক পাস করেছেন তিনি। অভিনেত্রীর ভাই বলিউডে ডেবিউ করতে চলেছেন।
3/10

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি 'রানওয়ে ৩৪'-এর ট্রেলার। হাজির হয়েছিলেন স্টাইলিশ 'মাল্টিকালার্ড' পোশাকে। নজর কাড়েন তিনি।
4/10

হাতে তাঁর এখন বেশ কিছু ছবি রয়েছে। অজয় দেবগণের সঙ্গে 'রানওয়ে ৩৪' ও জন আব্রাহামের সঙ্গে 'অ্যাটাক' ছবি মুক্তির অপেক্ষায়।
5/10

একাধিক সাক্ষাৎকারে রকুলপ্রীত জানিয়েছেন যে তিনি সবসময়ই অভিনেত্রী হতে চাইতেন। ১৮ বছর বয়সে কলেজে পড়াকালীন তিনি মডেলিং শুরু করেন।
6/10

২০০৯ সালে কন্নড় ছবি 'গিল্লি' দিয়ে অভিনয় যাত্রা শুরু। 'খানিক বেশ পকেট মানি' পাওয়ার জন্য ছবিটি করতে রাজি হন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। একইসঙ্গে দক্ষিণী ছবির বিস্তার সম্পর্কে তাঁর তখন ধারণা ছিল না বলেও জানান।
7/10

এরপর ২০১১ সালে ফের তাঁকে পর্দায় দেখা যায়। মালয়লম ও তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।
8/10

২০১৪ সালে 'ইয়ারিয়াঁ' ছবি দিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন রকুলপ্রীত। সেই একই বছরে আরও ৪টি দক্ষিণী ছবি মুক্তি পায় তাঁর।
9/10

'আইয়ারি', 'দে দে পেয়ার দে', 'মরজাভাঁ', 'সর্দার কা গ্র্যান্ডসন' ইত্যাদির মতো হিন্দি ছবিতে দেখা যায় তাঁকে।
10/10

ব্যক্তিগত জীবনে অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।
Published at : 22 Mar 2022 12:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
