এক্সপ্লোর
Ritabhari Birthday: উপহারে খুদেদের বানানো দেশলাই কাঠির নৌকা, চাঁদমালা, ঋতাভরী বলছেন, 'আমি কী করে বড় হব?'

ঋতাভরীর জন্মদিন
1/10

তিনি কখনোই যেন বড় হতে চান না, এখনও জন্মদিন নিয়ে তাঁর উচ্ছাস উদ্দীপনা ছোটদের মতোই। এমন মানুষদের সঙ্গে জন্মদিন কাটাতে চান তিনি, যাঁদের সঙ্গে কখনও বয়স বেড়েছে এই অনুভূতিই হয় না তাঁর। আজ টলিউডের সেই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ঋতাভরী চক্রবর্তী।
2/10

তখন তাঁর মাত্র ৪ বছর বয়স। বাবা-মায়ের সদ্য বিচ্ছেদ হয়েছে। মায়ের সঙ্গেই রয়েছেন দুই কন্যা। কিন্তু জন্মদিন বলে কথা। মা কোনোদিন অভাব বুঝতে দেননি মেয়েদের। নিজের হাতে বানিয়ে দিতেন জামা, সঙ্গে মিলিয়ে হেয়ারব্যান্ড। জন্মদিনে অতিথিদের দেওয়ার জন্যও ছোট ছোট উপহার নিজের হাতে বানিয়ে দিতেন মা।
3/10

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতিও। একরত্তি সেই মেয়ে এখন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এখন মেয়ে 'পলিন'-এর জন্মদিনে মা ভেবে পান না, তাঁকে কী দেওয়া যায়, মেয়ের তো সবই আছে!
4/10

এই বছর জন্মদিনে তাই অন্য পরিকল্পনা। অভিনেত্রীর মায়ের কাছে থেকেই পড়াশোনা করছে চার খুদে। তারাই এই বছর নিজের হাতে উপহার বানিয়ে নিয়ে এসেছে তাদের 'দিদি'-র জন্য। আইসক্রিমের কাঠি আর দেশলাই দিয়ে বানানো নৌকো, হাতে বানানো চাঁদ মালা.. ছোট্ট উপহারে মাখানো একরাশ ভালোবাসা।
5/10

এই বছর জন্মদিন কেমন কাটছে নায়িকার? ঋতাভরী বলছেন, 'সকালে আমার স্কুলের (দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম) এর খুদেদের সঙ্গে কেক কাটলাম। তারপর মায়ের কাছে হাতের কাজ শিখে কয়েকজন খুদে আমার জন্য উপহার বানিয়ে এনেছিল। আর রাতে ঘরোয়া পার্টি আছে। সেখানে আমার খুব কাছের কিছু বন্ধুরা উপস্থিথ থাকবে।'
6/10

ঋতাভরী আরও বললেন, 'মুম্বই থেকে দিদি এসেছে আমার জন্মদিনের জন্যই। রাজ্যের বাইরে এমনকি বিদেশ থেকেও বন্ধুরা এসেছেন আমার সঙ্গে এই দিনটা কাটাবেন বলে। যত বয়স বাড়ছে, মনে হচ্ছে এই ভালোবাসাটাই সবচেয়ে বড় পাওয়া।'
7/10

সন্ধের পার্টিতে কী কী আয়োজন থাকবে? ঋতাভরী বলছেন, 'আমার জন্ম ৯০-এর দশকে। তাই এবারের পার্টির থিমও নব্বই এর দশকের মতোই। প্রতিবছর জন্মদিনে আমার স্টাইলিস্ট স্যান্ডি যা বানিয়ে দেয়, সেই পোশাকই পরি আমি।'
8/10

ঋতাভরী বললেন, 'এবার একটা খুব সুন্দর হলুদ পোশাক বানিয়ে দিয়েছে স্যান্ডি। সেটা পরেই হাজির থাকব পার্টিতে। স্যান্ডি চায়, আমায় জুহি চাওলার মতো করে সাজিয়ে তুলতে। আর সবার জন্য আমার তরফ থেকে উপহারের আয়োজন রয়েছে।'
9/10

আজ ছোটদের সঙ্গে ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, ''আমার জীবনের সবথেকে বড় আশীর্বাদ আমার বাচ্চারা। ওদের নিঃশব্দ হাততালি, জড়িয়ে ধরা আর অনেক অনেক ভালোবাসা আমার হৃদয় পরিপূর্ণ করে দিয়েছে। সবসময়ই আমি ওদের ভালোবাসায় পরিপূর্ণ থাকি। স্কুলে বাচ্চাদের সঙ্গে জন্মদিন উদযাপনে অনেক মজা হল। আমাদের প্রিয় খাবার বিরিয়ানি আর চকোলেটও ছিল সেখানে। আমরা ম্যাজিক শো উপভোগ করলাম। আর একসঙ্গে অনেক অনেক খেললাম। যতদিন বাঁচব, এভাবেই যেন এদের দেখভাল করতে পারি, ওদের যত্ন নিতে পারি আর ওদের ভালো রাখতে পারি, সেই আশীর্বাদ চাই আপনাদের কাছে।'
10/10

প্রসঙ্গত, ঋতাভরী চক্রবর্তী একজন অভিনেত্রী ছাড়াও, তাঁর অন্য পরিচয়ও রয়েছে। তিনি সমাজের জন্য অনেক কিছু করেন। তাঁর নিজের একটি স্কুল রয়েছে। যেখানে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরা থাকে। তাদের পড়াশোনা থেকে যাবতীয় সমস্ত কিছুর দায়িত্ব বহন করেন অভিনেত্রী।প্রসঙ্গত, ঋতাভরী চক্রবর্তী একজন অভিনেত্রী ছাড়াও, তাঁর অন্য পরিচয়ও রয়েছে। তিনি সমাজের জন্য অনেক কিছু করেন। তাঁর নিজের একটি স্কুল রয়েছে। যেখানে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরা থাকে। তাদের পড়াশোনা থেকে যাবতীয় সমস্ত কিছুর দায়িত্ব বহন করেন অভিনেত্রী।
Published at : 26 Jun 2022 07:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
