এক্সপ্লোর
Salman Khan: ভাললাগা পরিণত হয়নি ভালবাসায়, এক ডিনার ডেট-ই ভেস্তে দেয় সবকিছু! সলমন-শিল্পার অজানা দাস্তান
Salman-Shilpa: হতে পারত অনেক কিছুই। হয়ত কাছাকাছিও আসতে পারতেন। কিন্তু সলমন খান এবং শিল্পা শেট্টির ভাললাগা, ভালবাসায় পরিণত হয়নি।
—ফাইল চিত্র।
1/10

একবার নয়, বার বার প্রেম এসেছে জীবনে। অকপটে তা স্বীকারও করে নেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। কলেজ জীবন থেকে ৬০ ছুঁইছুঁই সলমন প্রেমে পড়েছেন একাধিক বার।
2/10

তার বাইরেও, প্রেম হতে গিয়ে হয়নি, এমনও ঘটেছে সলমনের সঙ্গে। একাধিক নায়িকার সঙ্গে তাঁর নাম জড়ালেও, যাঁর কথা কখনও মাথায় আসেনি কারও, সেই অভিনেত্রীর নাম নিজেই প্রকাশ করেছেন সলমন।
Published at : 23 Apr 2023 10:07 AM (IST)
আরও দেখুন






















