এক্সপ্লোর
Sandipta Sen: বিদেশে সৌম্য-সন্দীপ্তার সফরের অ্যালবাম.. কোথায় কোথায় ঘুরলেন তাঁরা?
Tollywood Update: সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। তার এক এক জায়গায়, এক এক রকম সৌন্দর্য্য ধরা দিয়েছে

সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা
1/10

তাঁদের কাজের ব্যস্ততা রয়েছে বটে, কিন্তু সেই সঙ্গে রয়েছে পায়ের তলায় সর্ষে। ঘুরতে ভালবাসেন দুজনেই। সদ্য বিদেশ সফরে গিয়েছিলেন টলিউডের এই জুটি।
2/10

সেই সফরের একগুচ্ছ ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee)-র সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন তিনি।
3/10

সেই সফরেরই একগুচ্ছ ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন। সেখানে যেমন দেখা গেল সদ্যবিবাহিত জুটির রসায়ন, তেমনই ধরা দিল নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য।
4/10

সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। তার এক এক জায়গায়, এক এক রকম সৌন্দর্য্য ধরা দিয়েছে।
5/10

কোথাও, সাদা ধবধবে বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন সৌম্য-সন্দীপ্তা। তাঁদের পরণে শীতপোশাক। কোথাও আবার পিসার হেলানো মিনারের সামনে ঘোড়ার গাড়িতে, কখনও আবার বোটে সময় কাটাচ্ছেন তাঁরা।
6/10

সন্দীপ্তা এই সমস্ত ছবি শেয়ার করে কেবল একটা কথাই লিখেছেন, 'দামি'।
7/10

২০২৩-এর শেষের দিকে প্রেমিক সৌম্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সন্দীপ্তা। তাঁদের প্রেম খুব দীর্ঘ নয়। তবে সম্পর্কে জড়ানোর পর থেকেই প্রেম নিয়ে তেমন রাখঢাক করেননি তাঁরা।
8/10

সামাজিকভাবে, বৈদিক মতে বিয়ে করেছেন সৌম্য-সন্দীপ্তা। বিয়ের পরে এই প্রথম দীর্ঘ ছুটি কাটিয়ে এসেছেন সৌম্য-সন্দীপ্তা। বিয়ের আগে ওয়েব সিরিজ মুক্তির ব্যস্ততা সহ একাধিক কাজের কারণে লম্বা সফরে যেতে পারেননি তাঁরা।
9/10

তবে এই জুটি ঘুরতে ভালবাসেন। আর তাই, এবার লম্বা ছুটি নিয়ে তাঁরা গিয়েছিলেন বিদেশে।
10/10

সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তা ও সৌম্যর ছবির কমেন্টবক্স অনুরাগীরা ভরিয়েছেন প্রশংসায়।
Published at : 21 Mar 2024 10:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
