এক্সপ্লোর
Sedin Kuasha Chilo: অর্ণ-সৌরসেনীর লুকে চমক, সম্পর্কের গল্প বলবে 'সেদিন কুয়াশা ছিল'
Sedin Kuasha Chilo: ছবির অভিনেতা অভিনেত্রীর নাম এমনিতেই নজর কেড়েছে। ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন দুই বর্ষীয়াণ শিল্পী, পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী।
অর্ণ-সৌরসেনীর লুকে চমক, সম্পর্কের গল্প বলবে 'সেদিন কুয়াশা ছিল'
1/8

ছবির অন্যান্য চরিত্রের লুক প্রকাশ্যে এসেছিল আগেই। এবার অর্ণব মিদ্যা (Arnab Middya) প্রকাশ করলেন ছবির আরও দুই অভিনেতা অভিনেত্রী, সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) ও অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee)।
2/8

সাদা শাড়িতে সৌরসেনীর পুরাতনী সাজ, অন্যদিকে গায়ে চাদর, চোখে চশমা হাতে বন্দুক নিয়ে অর্ণের চরিত্র একজন স্বাধীনতা সংগ্রামীর।
3/8

ছবির অভিনেতা অভিনেত্রীর নাম এমনিতেই নজর কেড়েছে। ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন দুই বর্ষীয়াণ শিল্পী, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) ও লিলি চক্রবর্তী (Lily Chakraorty)।
4/8

এছাড়া ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী গুহঠাকুরতা (Shayantani Guha Thakurata), জিতু কমল (Jeetu Kamal), অবন্তিকা বিশ্বাস (Abantika Biswas), সবুজ বর্ধন (Sobuj Bardhan), সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) প্রমুখ।
5/8

সৌরসেনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সবুজ বর্ধন। ইতিমধ্যেই তাঁর লুক প্রকাশ্যে আনা হয়েছিল এবিপি লাইভের তরফ থেকে।
6/8

তিনজন স্বাধীনতা সংগ্রামীর গল্প তুলে ধরা হবে 'সেদিন কুয়াশা ছিল' ছবিতে। এক দম্পতি ও তিন অতিথি বিপ্লবীর গল্পের বুনোটেই এগিয়ে যাবে ছবির গল্প।
7/8

এই ছবির হাত ধরেই প্রথম রূপোলি পর্দায় পা রাখছেন অর্ণ মুখোপাধ্যায়ের স্ত্রী উপাবেলা। এবিপি লাইভের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল তাঁর লুকও।
8/8

এই গল্পে ক্যামেরা দায়িত্ব সামলেছেন শুভজিৎ নস্কর , সম্পাদনার দায়িত্ব সামলেছেন অনির্বাণ মাইতি। প্রযোজনা করছেন স্যান্ড আর্ক মিডিয়া। সুপ্রিয় সামন্ত, সায়ন্তন ঘোষাল, বৈশালী প্রসাদ। ছবির সুরকার রনজয় ভট্টাচার্য।
Published at : 06 Sep 2022 12:49 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















