এক্সপ্লোর
কালো হুডিতে মুখ ঢাকছেন রাজ, শিল্পার সঙ্গে ক্যামেরাবন্দি বিমানবন্দরে
শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রা ক্যামেরাবন্দি
1/10

বৃহস্পতিবার বিকেলে মুম্বই বিমানবন্দরে দেখা গেল রাজ কুন্দ্রাকে। গাড়ি থেকে নেমে দ্রুত নিজের লাগেজ তুলে নিলেন তিনি।
2/10

রাজের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিও। কালো সানগ্লাস ও সাদা মাস্ক পরিহিত ছিলেন তিনি।
3/10

কালো হুডিতে নিজের মুখ ঢেকেছিলেন রাজ। সম্প্রতি পর্নোগ্রাফি কেসে জড়িয়েছিলেন তিনি।
4/10

কিছুদিন আগেই পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার হয়েছিলেন 'ধড়কন' অভিনেত্রীর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা।
5/10

অভিযোগ উঠেছিল, তিনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফির ভিডিও অনলাইনে প্রকাশ করতেন বলে। সেপ্টেম্বর মাসে সেই মামলায় জামিন পান তিনি।
6/10

রাজকে দেখা গেল যে তিনি ফোনেই ব্যস্ত ছিলেন। দ্রুত বিমানবন্দরের ভেতরে ঢুকে যান তিনি।
7/10

সম্প্রতি নিজেদের বৈবাহিক জীবনের ১২ বছর পূর্ণ করেছেন শিল্পা ও রাজ। নিজেদের বিবাহ বার্ষিকীতে সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন পোস্টও করেছেন শিল্পা।
8/10

বিয়ের ছবির কোলাজ শেয়ার করে 'ধড়কন' অভিনেত্রী লেখেন, 'বারো বছর আগে এই মুহূর্ত ও দিনটিতে, ভাল সময় ভাগ করে নেওয়ার এবং কঠিন সময়গুলি সহ্য করার, আমাদের পথ দেখানোর জন্য ঈশ্বর ও ভালবাসার উপর বিশ্বাস রাখার আমরা প্রতিশ্রুতি নিই এবং তা পূরণ করতে শুরু করি। একে অন্যের সঙ্গে, এক অপরের পাশে। ১২ বছর এবং অগুন্তি... শুভ বিবাহবার্ষিকী কুকি! একসঙ্গে আরও অনেক রামধনু, হাসি, মাইলস্টোন ও সম্পত্তি ... আমাদের সন্তান।'
9/10

অনলাইনে অশ্লীল ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রা ও ১১ জনকে গ্রেফতার করা হয়। জামিন পাওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন ব্যবসায়ী।
10/10

২০০৯ সালের ২২ নভেম্বর বিয়ে হয় শিল্পা ও রাজের। এই তারকা দম্পতি আইপিএল টিম রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন।
Published at : 25 Nov 2021 09:05 PM (IST)
View More
Advertisement
Advertisement























