এক্সপ্লোর
Shabash Feluda: পাহাড়ের কোলে রোদ মেখে নস্ট্যালজিয়াকে ফেরানো, চলছে 'শাবাশ ফেলুদা'-র শ্যুটিং,

পাহাড়ের কোলে রোদ মেখে নস্ট্যালজিয়াকে ফেরানো, চলছে 'শাবাশ ফেলুদা'-র শ্যুটিং,
1/10

গ্যাংটকে হাজির 'টিম ফেলুদা'। কলকাতায় ঠাণ্ডার যাতায়াত থাকলেও পাহাড়ি এলাকায় জমিয়ে শীত। পরিচালকের সঙ্গে সেখানেই পৌঁছে গিয়েছেন ফেলুদা আর তোপসে
2/10

থুড়ি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। এছাড়াও রয়েছে রুদ্রনীল সেনগুপ্ত (Rudraneil Sengupta), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও অন্যান্য অভিনেতারা। আর রয়েছেন তাঁদের কাণ্ডারী অরিন্দম শীল (Arindam Shil)।
3/10

জিফাইভ ওয়েব প্ল্যাটফর্মের জন্য নতুন ওয়েব সিরিজ বানাচ্ছেন অরিন্দম। তাঁর সিরিজে মুখ্যচরিত্রে রয়েছেন পরমব্রত।
4/10

একসময় তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে, কিন্তু এবার তিনি নিজেই ফেলুদা। এবার তোপসে হিসেবে থাকবেন ঋতব্রত
5/10

ছবি শেয়ার করে অরিন্দম ভাগ করে নিয়েছেন শ্যুটিংয়ের খুঁটিনাটি।
6/10

কলকাতায় ঠাণ্ডার ওঠাপড়া থাকলেও পাহাড়ি শহরে বেশ ঠাণ্ডা। অরিন্দম জানাচ্ছে, তাপমাত্রা বড়জোর ৩ থেকে ৪ ডিগ্রি হবে।
7/10

সেই মতো সবার গায়েই দেখা যাচ্ছে শীতপোশাক। কিন্তু তার মধ্যেও কাজকে উপভোগ করছেন সবাই, একথাই জানিয়েছেন পরিচালক।
8/10

এখনও এই সিরিজ মুক্তির দিন নিয়ে চূড়ান্ত হয়নি। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি।
9/10

টলিউডে বর্তমানে শুধু পরমব্রত নয়, টোটা রায়চৌধুরীকে কেন্দ্রীয় চরিত্র করেও নতুন সিরিজ করা হয়েছে, পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়
10/10

এর আগে আড্ডাটাইমস ওয়েব প্ল্যাটফর্মের সুবাদেই দর্শক পরমব্রতকে দেখেছিল ফেলুদা হিসেবে
Published at : 18 Jan 2023 02:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
ট্রেন্ডিং
