এক্সপ্লোর
Shah Rukh Khan: দেহরক্ষীকে 'ধাক্কা'! মুম্বই বিমানবন্দরে শাহরুখকে দেখে চিৎকার অনুরাগীর, পাল্টা কী করলেন কিং খান?
SRK Fans: 'IIFA অ্যাওয়ার্ডস ২০২৪' -এর অন্যতম সঞ্চালক শাহরুখ খান। মুম্বই থেকে বৃহস্পতিবার তিনি উড়ে গেলেন আবু ধাবির উদ্দেশে।
শাহরুখ খানকে ঘিরে বিমানবন্দরে কী অবস্থা হল?
1/10

বৃহস্পতিবার ব্যস্ত সময়ে হঠাৎই মুম্বই বিমানবন্দরে দেখা মিলল বলিউডের বাদশাহ শাহরুখ খানের। আবু ধাবি তাঁর গন্তব্য। আইফা অ্যাওয়ার্ডস ২০২৪-এর অন্যতম সঞ্চালক কিং খান। সেই কারণেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে পৌঁছন বিমানবন্দরে।
2/10

কিন্তু উচ্ছ্বসিত অনুরাগীদের উপচে পড়া ভিড় তখন। দেহরক্ষী রবি ও ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে তাঁকে সেই ভিড় ঠেলেই এগিয়ে যেতে দেখা যায়। এদিকে অনুরাগীরাও তারকার একঝলক দেখতে, তাঁকে এক মুহূর্তের জন্য ক্যামেরাবন্দি করতে উতলা।
3/10

একেবারে ক্যাসুয়াল লুকেই দেখা গেল তাঁকে। পরনে সেই কালো হুডি, চোখে রোদচশমা, মাথায় একটা টুপি। আরাম ও স্টাইলের একেবারে নিখুঁত মেলবন্ধন। ভিড়, ঠেলাঠেলি সত্ত্বেও ঠান্ডা মাথায় তাঁকে এগিয়ে যেতে দেখা যায়। অনুরাগীদের দিকে তাকিয়ে হাসেনও।
4/10

স্বাভাবিকভাবেই তাঁর দেহরক্ষী একেবারে অভিনেতার গা ঘেঁষে ছিলেন, যাতে তাঁকে রক্ষা করতে পারেন সমস্ত আকস্মিক ঘটনা থেকে। উচ্ছ্বসিত অনুরাগীদের ভিড়ে অঘটন ঘটতে কতক্ষণ আর! চারিদিকে তখন ক্যামেরার ঝলকানি।
5/10

এই মুহূর্তের খানিক পরেই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় ঠান্ডা মাথায় বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন অভিনেতা, আর তাঁর অনুরাগীরা নাম ধরে চিৎকার করে ডাকছেন।
6/10

যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা না গেলেও নড়ন চড়ন দেখে আন্দাজ করাই যায়, যে উচ্ছ্বসিত অনুরাগীরা এসে রীতিমতো ধাক্কা দেয় দেহরক্ষীকে। সবটাই অভিনেতার সঙ্গে ছবি তোলার জন্য।
7/10

বিমানবন্দরে রীতিমতো তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। অনেকের মতে ধাক্কার একটা প্রাথমিক আঁচ হয়তো অভিনেতার গায়েও পড়েছে। যদিও গোটা সময়টাই একেবারে শান্ত ছিলেন কিং খান।
8/10

শান্ত হয়ে ধৈর্য্য ধরে বিমানবন্দরের প্রবেশদ্বারে পাসপোর্ট চেক করার জন্য অপেক্ষা করেন তিনি। এরপর তাঁকে পূজা ও দেহরক্ষীর সঙ্গে ভিতরে প্রবেশ করতে দেখা যায়। তখনও অনুরাগীর চিৎকার, 'শাহরুখ'।
9/10

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এক ইরানি ভদ্রমহিলা শাহরুখের সঙ্গে ছবি তুলতে উতলা হয়েছিলেন বলে দাবি অনেকের। একজন লেখেন, 'আমাদের মতো ইরানের বাসিন্দা অনুরাগীদের পক্ষে ওঁকে দেখা অসম্ভব। ওই মহিলা শাহরুখকে চোখের সামনে দেখে সামলাতে পারেনি নিজেকে। ওঁকে নিয়ে ঠাট্টা করবেন না। উনি শাহরুখকে ভালবাসেন'।
10/10

আবার এক অনুরাগীর তারকাদের ব্যক্তিগত পরিসরে প্রবেশকে কটাক্ষ করে বলেন, 'এই কারণে ওঁর প্রাইভেট বিমানে সফর করা উচিত।' আবার একজন লেখেন, 'মানুষের উচিত ওঁদের খানিক জায়গা দেওয়া...'।
Published at : 26 Sep 2024 11:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















