TMC News:বাদুড়িয়ায় দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার,তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ
ABP Ananda LIVE: বাদুড়িয়ায় দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার । অভিযোগ, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ভোটের টিকিট বা আবাসের ঘরের জন্য তোলা চেয়েছেন কর্মীদের কাছ থেকে । বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তোলা হয়েছে ।
'আদানিকে আজই গ্রেফতার করতে হবে' । সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও তদন্ত করতে হবে' প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন' । সামান্য অপরাধ করলেও জেলে যেতে হয়' , 'কিন্তু আদানি এত বড় অপরাধ করলেও তাঁকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী', অধিবেশন বসলেই সংসদে বিষয়টি উত্থাপন করা হবে', মার্কিন এজেন্সি বলছে, ভারতে আদানি ঘুষ দিতে চেয়েছেন', '২ হাজার কোটির কেলেঙ্কারি করেছেন আদানি', কিন্তু তারপরেও আদানিকে গ্রেফতার করা হবে না', কারণ প্রধানমন্ত্রী নিজে আদানি দ্বারা নিয়ন্ত্রিত হন', আদানিকে আগে গ্রেফতার করা হোক, কাউকে যেন ছাড় না দেওয়া হয়', 'আদানি ভরতে রোজ দুর্নীতি করছেন, মার্কিন এজেন্সি FBI বলেছে' । আদানি গোটা দেশটা হাইজ্যাক করেছেন', আদানিকে গ্রেফতার করার ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর', মোদি এবং আদানি, দুজনেই দুর্নীতিগ্রস্ত' 'বিজেপি দলটিই আদানির টাকায় চলে', সেবি প্রধান মাধবী বুচ আদানিকে রক্ষা করছেন', 'গোটা বিষয়টির নেপথ্যে রাজনৈতিক-অর্থনৈতিক-আমলাতান্ত্রিক দুর্নীতি', মন্তব্য রাহুল গাঁধীর।