এক্সপ্লোর
Tabu Birthday: সব চরিত্রেই তুখোড় অভিনয়, অজয় দেবগণের জন্যই বিয়ে হয়নি তব্বুর!
Celebrity Birthday: প্রথম বড় সুযোগ দেব আনন্দের হাত ধরে। অভিজাত পরিবারের মেয়ে তব্বু, নায়িকা হয়েও ব্যাতিক্রমী।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

শিশুশিল্পী হিসেবে মাত্র ১০ বছর বয়সে বড়পর্দায় আবির্ভাব। প্রথম বড় সুযোগ দেব আনন্দের হাত ধরে। অভিজাত পরিবারের মেয়ে তব্বু, নায়িকা হয়েও ব্যাতিক্রমী। ৪ নভেম্বর জন্মদিন তাঁর।
2/10

‘বাজার’ ছবিতে ছোট চরিত্রে দেখা গিয়েছিল তব্বুকে। ১৪ বছর বয়সে দেব আনন্দের মেয়ের ভূমিকায় ‘হম নওজওয়ান’ ছবিতে অভিনয়। পুরোদস্তুর নায়িকা হিসেবে আবির্ভাব ‘কুলি নম্বর ওয়ান’ নামের তেলুগু ছবিতে, দক্ষিণের তারকা বেঙ্কটেশের বিপরীতে।
Published at : 04 Nov 2022 04:43 PM (IST)
আরও দেখুন





















