এক্সপ্লোর
Heropanti 2 Film Promotion: 'হিরোপন্তি টু' মুক্তির আগে প্রচারে নজরকাড়া ফ্যাশনে টাইগার শ্রফ ও তারা সুতারিয়া

হিরোপন্তি ২-এর প্রোমোশন
1/10

আগামীকাল মুক্তি পাবে বলিউড ছবি 'হিরোপন্তি টু'। ইদ উপলক্ষে প্রথমবার মুক্তি পাবে টাইগার শ্রফের ছবি।
2/10

'হিরোপন্তি'র সাফল্যের পর দ্বিতীয় ছবি ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে নির্মাতাদের। যদিও ছবির কলাকুশলীতে বেশ কিছু পরিবর্তন এসেছে।
3/10

আগামীকাল ছবি মুক্তি। তার আগে আজ 'হিরোপন্তি ২' ছবির প্রচারে ফ্যযাশনে নজর কাড়লেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।
4/10

টাইগার শ্রফ পরেছিলেন কালো প্যান্টের সঙ্গে ফুল হাতা টি শার্ট। আবার তারা সুতারিয়াকে দেখা গেল সবুজ রঙের ফ্যাশনেবল পোশাকে।
5/10

২০১৪ সালে মুক্তি পায় 'হিরোপন্তি'। এই ছবিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছিল কৃতী শ্যাননকে।
6/10

বক্স অফিসে হিট হওয়া এই ছবির সিক্যুয়েল 'হিরোপন্তি টু'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। ইতিমধ্যেই এই ছবিতে তাঁর লুক নজর কেড়েছে।
7/10

অ্যাকশন ছবির (Action movie) কথা হলেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার (producer Sajid Nadiadwala) নাম সকলের প্রথমেই মাথায় আসে। একাধিক ভিন্ন ধারার অ্যাকশন ছবি প্রযোজনা করেছেন তিনি।
8/10

এবার আসছে 'হিরোপন্তি ২' (Heropanti 2)। প্রথম ছবি 'হিরোপন্তি'র থেকেও বেশি অ্যাকশন ও ধামাকা অপেক্ষা করছে দর্শকদের জন্য।
9/10

এই ছবিতে যে জমজমাট অ্যাকশন থাকতে চলেছে তা বেশ স্পষ্ট। অজস্র বন্দুকের মুখে ঠান্ডা দৃষ্টি স্থির সামনে। নতুন অবতারে নজর কেড়েছেন টাইগার।
10/10

ছবিতে বাবলু চরিত্রে টাইগার শ্রফ, ইনায়ার চরিত্রে তারা এবং খলনায়ক লায়লার চরিত্রে অভিনেতা নওয়াজউদ্দিনকে দেখতে চলেছেন দর্শক।
Published at : 28 Apr 2022 05:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
