এক্সপ্লোর
Bengali Serial: বাংলা ধারাবাহিকের শ্যুটিং বিদেশের মাটিতে, কেমন কাটছে নীল-তিয়াসার ব্যাংকক সফর?
Neel Tiyasha: ব্যাংককে গিয়ে কী প্রেমে ডুবতে দেখা যাবে নায়ক নায়িকাকে? বোধহয় নয়, প্রযোজক জানিয়েছেন, ব্যাংককে গিয়ে ষড়যন্ত্রের শিকার হবে ইন্দিরা। হারিয়ে যাবে সে।
বাংলা ধারাবাহিকের শ্যুটিং বিদেশের মাটিতে, কেমন কাটছে নীল-তিয়াসার ব্যাংকক সফর?
1/10

এবার বাংলা ধারাবাহিকের শ্যুটিং ব্যাংককে! ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'-এর টিম পাড়ি দিয়েছিলেন বিদেশে, সেখানেই সদ্য শ্যুটিং শেষ করে ফিরেছেন তাঁরা।
2/10

অভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তিয়াসা রায় (Tiyasa Roy) সহ সবাই ব্যস্ত বিদেশের শ্যুটিংয়ে। গল্পের প্রয়োজনে অনেক ধারাবাহিকের শ্যুটিং রাজ্যের বাইরে হলেও সাধারণত বিদেশে শ্যুটিংয়ের প্রচলন খুব একটা দেখা যায় না।
Published at : 30 Mar 2023 08:55 PM (IST)
আরও দেখুন






















