এক্সপ্লোর
Serial Update: চিত্রনাট্য এবার বাস্তবে, নতুন সমস্যা শিলা-শুদ্ধর জীবনে, কী হবে 'নায়িকা নং ১' ধারাবাহিকের গল্পে?
Daily Serial Update: শিলা তার বাকি টিমের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত, আর পাঁচটা দিনের মতোই। তার সঙ্গে রয়েছে শুদ্ধ। কিন্তু এই পরিস্থিতিতে হঠাৎই আগমন হয় এক অপ্রত্যাশিত অতিথির। তার নাম প্রতীক্ষা।

নিজস্ব চিত্র
1/10

কালার্স বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'নায়িকা নং ১' (Nayika No 1)। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধারাবাহিকের গল্প? পরের পর্বে কোন বিশেষ দিকে মোড় নেবে চিত্রনাট্য?
2/10

ধারাবাহিক 'নায়িকা নং ১'-এর গল্পে শিহরণ জাগানো নয়া মোড় এবার। যেখানে একসঙ্গে দেখা যাবে প্রেম, প্রতারণার সঙ্গে আসল বুলেটের মিশ্রণ।
3/10

কী এমন ঘটবে ধারাবাহিকে? গল্পের নয়া মোড়ে দেখা যাবে যে টেলিভিশন ধারাবাহিকের আউটডোর শ্যুটিং হঠাৎ করে সত্যিকারের থ্রিলারে পরিণত হয়ে গিয়েছে। তারপর?
4/10

শিলা তার বাকি টিমের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত, আর পাঁচটা দিনের মতোই। তার সঙ্গে রয়েছে শুদ্ধ। কিন্তু এই পরিস্থিতিতে হঠাৎই আগমন হয় এক অপ্রত্যাশিত অতিথির। তার নাম প্রতীক্ষা।
5/10

সে এই গোটা আউটডোর শ্যুটিংয়ের অভিজ্ঞতাকে রহস্যময় ও সন্দেহজনক করে তোলে। শিলাকে বিপদে ফেলার জন্য মণিকা ও রঞ্জিতা ছক কষতে থাকে।
6/10

এরই মধ্যে একান্তে রোম্যান্টিক সময় কাটাচ্ছে যখন শুদ্ধ ও শিলা, তখনই তাদের ওপর নেমে আসে বিপদ। একদল গুন্ডা আক্রমণ করে তাদের।
7/10

দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, শিলাকে মেরে ফেলার। কিন্তু নায়কের মতো এসে শুদ্ধ তাকে বাঁচিয়ে ফেলে।
8/10

কিন্তু তখনই ঘটে আসল অঘটন। যে বুলেটের দৃশ্য তৈরি হয়েছিল চিত্রনাট্যের জন্য তা আসল জীবনে ঘটে গেল।
9/10

গায়ে কাঁটা দেওয়া একের পর এক ট্যুইস্ট দেখার জন্য এবং গল্প এরপর কোনদিকে মোড় নেয় জানার জন্য দেখতে হবে 'নায়িকা নং ১'।
10/10

'নায়িকা নং ১' ধারাবাহিকে শীলার চরিত্রে অভিনয় করেন ঋতব্রতা দে ও শুদ্ধ সেনের চরিত্রে রয়েছেন ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৮টায় এই ধারাবাহিক দেখা যায় 'কালার্স বাংলা'য়।
Published at : 15 Sep 2023 11:02 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
