এক্সপ্লোর
'Sohag Chand': অর্ণকে চ্যালেঞ্জ করে আদালতে হাজির 'নবদম্পতি' খোয়াই ও সায়ন, এবার কী হবে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে?
Daily Serial Update: অর্ণ বসু, খোয়াইয়ের প্রাক্তন স্বামী, তাদের মেয়ে কোপাইয়ের কাস্টডি ছিনিয়ে নিতে আদালতকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করতে থাকে। সেই সমস্যা থেকে রেহাই পেতে নয়া পন্থা আইনজীবীর।
সোহাগ চাঁদ
1/10

কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ এবার দেখানো হবে 'কোর্টরুম কমেডি'। ঠিক কী ঘটতে চলেছে সেখানে?
2/10

অর্ণ বসু, খোয়াইয়ের প্রাক্তন স্বামী, তাদের মেয়ে কোপাইয়ের কাস্টডি ছিনিয়ে নিতে আদালতকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করতে থাকে।
3/10

অন্যদিকে, খোয়াই এবং সায়ন তাদের নতুন ছোট্ট পরিবারকে একসঙ্গে রাখার জন্য মরিয়া হয়ে ওঠে।
4/10

অনেক বুদ্ধি খাটিয়ে তাদের আইনজীবী অবশেষে একটি বড় মতলব আঁটে। সে প্রস্তাব দেয় খোয়াই আর সায়নের বিয়ের।
5/10

যেহেতু অর্ণ এবং খোয়াইয়ের অনেক বছর আগেই আইনি বিচ্ছেদ হয়েছে, তাই এই অপ্রত্যাশিত মিলনই হতে পারে তাদের জন্য একটি তুরুপের তাস।
6/10

এই মতলবে সামিল হয় চাঁদ এবং সোহাগ। দু'জনে চুপচাপ সায়ন এবং খোয়াইয়ের বিয়ে দেয় একটি কালীমন্দিরে।
7/10

বিয়ের পরের দিন আদালতের সামনে প্রস্তুত করে তাদের বিয়ের সার্টিফিকেটটি। এরপর? তাহলে কি অবশেষে অর্ণ বসু হার মানবে খোয়াইয়ের কাছে?
8/10

আগেই জানা গিয়েছিল অভিনেতা নীল চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের কাস্টে। খোয়াইয়ের প্রাক্তন স্বামী অর্ণ বসুর চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে।
9/10

এক বেসরকারি অফিসে চাকরি করে অর্ণ। তাকে এমনিতে দেখে মনে হয় খুব শান্ত স্বভাবের, কিন্তু এদিকে বউকে অতিরিক্ত সন্দেহ করে সে। খোয়াইয়ের জীবন একরকমভাবে অতিষ্ট করে তুলেছিল অর্ণ এই সন্দেহবাতিকের জন্য।
10/10

অর্ণ ও খোয়াইয়ের বিচ্ছেদ হয়। কিন্তু সে আবার ফিরে এসেছে বহু বছর পর এবং সঙ্গে একটি দাবি নিয়ে এসেছে - মেয়ে কোপাইয়ের কাস্টডি চাই তার। কী হবে এবার?
Published at : 22 Apr 2024 07:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























