এক্সপ্লোর
Uron Tubri: নারীকেন্দ্রিক ধারাবাহিকের নায়ক জনপ্রিয় স্বস্তিক, বিপরীতে সোহিনী
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/2f5459bfd87b70d9b12f9b1129e5b52a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উড়ন তুবড়ি
1/10
![ছোটবেলায় ছেড়ে গিয়েছেন বাবা। তিন মেয়েকে বড় করেছেন একা মা। বড় বোন শান্ত, ছোট বোন বড্ড ছোট, আর মেজো বোন? সে তুবড়ি!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/445d3cc119ee83419d64eddb3c7b8b145970c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ছোটবেলায় ছেড়ে গিয়েছেন বাবা। তিন মেয়েকে বড় করেছেন একা মা। বড় বোন শান্ত, ছোট বোন বড্ড ছোট, আর মেজো বোন? সে তুবড়ি!
2/10
![২৮ তারিখ থেকে আসছে নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। মুখ্যচরিত্রে অভিনয় করছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, সুকন্যা বসু, সৌমি চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ, ঋ সেনগুপ্ত, স্বস্তিক ঘোষ, রীতা দত্ত চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য ও অন্যান্য তারকারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/92852f6ea7d6b5d6e2935068c20878e9ca291.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
২৮ তারিখ থেকে আসছে নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। মুখ্যচরিত্রে অভিনয় করছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, সুকন্যা বসু, সৌমি চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ, ঋ সেনগুপ্ত, স্বস্তিক ঘোষ, রীতা দত্ত চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য ও অন্যান্য তারকারা।
3/10
![গল্পের আঁচ পাওয়া গিয়েছিল প্রোমোতেই। চপ শিল্প এবার ধারাবাহিকের গল্পে। প্রোমো অনুযায়ী, তুবড়ি ও তার পরিবারের সংসার চলে চপ বিক্রি করে। মা ও তিন বোন ঠেলা গাড়িতে করে বিক্রি করে চপ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/055740cae7fe6617bcfc4da7e3703d714731f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গল্পের আঁচ পাওয়া গিয়েছিল প্রোমোতেই। চপ শিল্প এবার ধারাবাহিকের গল্পে। প্রোমো অনুযায়ী, তুবড়ি ও তার পরিবারের সংসার চলে চপ বিক্রি করে। মা ও তিন বোন ঠেলা গাড়িতে করে বিক্রি করে চপ।
4/10
![হঠাৎ একদিন, তাদের ঠেলা গাড়ি রাখার জায়গায় একটি চার চাকা গাড়ি দেখে, তা সরাতে বলে তুবড়ি। গাড়ির কাচ নামতেই দেখে, সেখানে বসে আছেন তাদের বাবা এবং তাঁর সঙ্গিনী! সে চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ ও ঋ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/671489f4376cf998a7ad5e845fc63f84d1543.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
হঠাৎ একদিন, তাদের ঠেলা গাড়ি রাখার জায়গায় একটি চার চাকা গাড়ি দেখে, তা সরাতে বলে তুবড়ি। গাড়ির কাচ নামতেই দেখে, সেখানে বসে আছেন তাদের বাবা এবং তাঁর সঙ্গিনী! সে চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ ও ঋ।
5/10
![রেগে গিয়ে ঋ তাদের ঠেলাগাড়িতে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে পড়ে যান লাবণী। এরপরেই রাগে ইট ছুড়ে বাবার গাড়ির কাচ ভেঙে দেয় তুবড়ি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/2f7a2a025584984282eed27a0859f07b89d43.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
রেগে গিয়ে ঋ তাদের ঠেলাগাড়িতে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে পড়ে যান লাবণী। এরপরেই রাগে ইট ছুড়ে বাবার গাড়ির কাচ ভেঙে দেয় তুবড়ি।
6/10
![সেই প্রোমোতেই তুবড়ির সংলাপ- ‘আমি ফুলঝুড়িও নই, কালিপটকাও নই, আমি তুবড়ি.. একবার জ্বললে সহজে নিভি না…’। জি বাংলার নয়া সিরিয়ালের এই পয়লা ঝলকেই বোঝা গিয়েছিল যে, আবারও এক মহিলা জীবনসংগ্রাম নিয়ে গল্প বাঁধা হয়েছে। পরিচালনা করছেন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/ddce01f777a965f8259a224e2c0a286c811fc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সেই প্রোমোতেই তুবড়ির সংলাপ- ‘আমি ফুলঝুড়িও নই, কালিপটকাও নই, আমি তুবড়ি.. একবার জ্বললে সহজে নিভি না…’। জি বাংলার নয়া সিরিয়ালের এই পয়লা ঝলকেই বোঝা গিয়েছিল যে, আবারও এক মহিলা জীবনসংগ্রাম নিয়ে গল্প বাঁধা হয়েছে। পরিচালনা করছেন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী।
7/10
![নতুন প্রোমোতে আবার দেখা মিলেছে গল্পের নায়কের। অর্জুনের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিক ঘোষ। বেশ কিছুদিন বিরতির পর ধারাবাহিকে ফিরছেন এই জনপ্রিয় নায়ক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/c42f15655634b009420c489be0c068cd951ee.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন প্রোমোতে আবার দেখা মিলেছে গল্পের নায়কের। অর্জুনের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিক ঘোষ। বেশ কিছুদিন বিরতির পর ধারাবাহিকে ফিরছেন এই জনপ্রিয় নায়ক।
8/10
![কান পাতলেই শোনা যায়, এই স্বস্তিকের নাকি মহিলা ভক্তের সংখ্যা প্রচুর। আর পর্দার এই অর্জুনই মজেছে তুবড়িতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/fca505e3cdddf01a3c9326c95a1cf9f4ee53c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কান পাতলেই শোনা যায়, এই স্বস্তিকের নাকি মহিলা ভক্তের সংখ্যা প্রচুর। আর পর্দার এই অর্জুনই মজেছে তুবড়িতে।
9/10
![দোলের দিন তার মটকা ভাঙা দেখেই বিভোর অর্জুন। সম্পর্কের টানাোপোড়েনের সঙ্গী হবে প্রেম, তিন বোনের সংগ্রামের গল্প বলবে এই ধারাবাহিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/838148b170a84a5c187627132c4addb7d91da.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দোলের দিন তার মটকা ভাঙা দেখেই বিভোর অর্জুন। সম্পর্কের টানাোপোড়েনের সঙ্গী হবে প্রেম, তিন বোনের সংগ্রামের গল্প বলবে এই ধারাবাহিক।
10/10
![তবে বোঝাই যাচ্ছে, বর্তমান ধারা বজায় রেখে এই ধারাবাহিকও হবে নারীকেন্দ্রিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/5270b23199c27184b8b8b86f55082e340a34e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে বোঝাই যাচ্ছে, বর্তমান ধারা বজায় রেখে এই ধারাবাহিকও হবে নারীকেন্দ্রিক।
Published at : 25 Mar 2022 05:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)