এক্সপ্লোর
Yash Dashgupta: দিব্যার সঙ্গে জুটি, যশের বলিউড ছবিতে থাকছেন 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশও!
Yash Dashgupta News: আজ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন যশ। ইয়ারিয়া ২ (Yaariyan 2)-এর হাত হতেই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর।
দিব্যার সঙ্গে জুটি, যশের বলিউড ছবিতে থাকছেন 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশও!
1/10

অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dashgupta) বলিউডে পাড়ি দিচ্ছেন সেই গুঞ্জন তো ছিলই। আর এবার সেই খবরে শিলমোহর দিলেন অভিনেতা নিজেই।
2/10

প্রকাশ্যে এল বলিউডে তাঁর প্রথম ছবির অ্যানিমেটেড মোশন পোস্টার। ছবির নাম ইয়ারিয়াঁ ২ (Yaariyan 2)।
3/10

আজ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন যশ। ইয়ারিয়া ২ (Yaariyan 2)-এর হাত হতেই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর।
4/10

ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর জুটি (Vinay Sapru and Radhika Rao)। এখনও পর্যন্ত ছবি মুক্তির দিন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
5/10

এই ছবিতে যশের বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)-কে। এছাড়াও ছবিতে দেখা যাবে অনস্বরা রাজন (Anaswara Rajan), পার্ল ভি পুরি (Pearl V Puri) - কে।
6/10

এছাড়াও দেখা যাবে, মিজান জাফরি (Meezaan Jafri), ওয়ারিনা হুসেন (Warina Hussain), লিলিতে দুবে (Lillete Dubey), প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার (Priya Prakash Varrier)-কে।
7/10

সূত্রের খবর, যশের নতুন ছবি রোম্যান্টিক ঘরানার। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে।
8/10

এর আগে সোশ্যাল মিডিয়ায় যশের ছবিতে প্রশংসাসূচক মন্তব্য করেছেন বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী।
9/10

কেরিয়ারের একেবারে শুরুর দিকটা মুম্বইকেই কেটেছে যশের। ফলে বাঙালি এই অভিনেতার মুম্বই বা বলিউড যোগ নতুন নয়।
10/10

যশের এই নতুন ছবিটি মুক্তি পাবে টি সিরিজের ব্যানারে। আজ সোশ্যাল মিডিয়ায় টি সিরিজের তরফ থেকেও শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিও।
Published at : 12 Oct 2022 03:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























