এক্সপ্লোর
Advertisement

Air Conditioner: গরমে আরাম পেতে সারাদিন এসিতে থাকেন? বিপদ ডাকছেন না তো?

গরমে সারাদিন এসিতে থাকলে শরীরে ক্ষতি?
1/7

প্রচণ্ড গরমে আরাম পেতে আমরা অনেকেই এসিতে থাকতে ভালবাসি। কিন্তু সেটা আদৌ কি ভাল? গবেষণা বলছে আরাম পেতে গিয়ে আমরা আদতে নিজেদের বিপদই ডেকে আনছি।
2/7

ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিসিজের তরফে একটি পরীক্ষা চালানো হয়। সেখানে বলা একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নানা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে।
3/7

হাসপাতালে তাই ক্রস ইনফেকশনের সম্ভাবনা থাকে। তবে এসি চালানোর ব্যাপারে একটি গাইড লাইন দেয় ইন্ডিয়ান সোসাইটি অব হিটিং রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনার বিশেষজ্ঞরা।
4/7

সেই মোতাবেক চালালে শরীর খারাপের সম্ভাবনা কম থাকে। ২৪ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রায় কোনওরকম সংক্রমণ কম হয়। আপেক্ষিক আর্দ্রতা রাখতে হবে ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে।
5/7

নির্দেশিকায় এও বলা হয়েছে, একটানা দীর্ঘ সময় এসি চালিয়ে না রেখে বিরতি দিয়ে চালাতে হবে।
6/7

এমনকী, এসি চালানোর পর ঘরের জানালা হালকা খোলা রাখতে হবে। এর ফলে ঘরের ঠান্ডা হাওয়ার সার্কুলেশনের সঙ্গে বাইরের হাওয়া একটু ঘরে ঢুকবে।
7/7

তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে সংক্রমণের একটি বিস্তর যোগাযোগ রয়েছে। তাই তাপমাত্রা ঠিক রেখে এসি চালালে কোনও সমস্যা হবে না।
Published at : 28 Mar 2022 02:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
