Beauty Tips: চোখকে আরও আকর্ষণীয় করে তুলতে এভাবে ব্যবহার করুন আইলাইনার
By : ABP Ananda | Updated at : 20 Oct 2022 09:05 AM (IST)
আইলাইনার
1/10
বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, যেকোনও মেকআপকেই (Beauty Tips) আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে চোখের মেকআপ। কেউ যদি শুধু চোখের মেকআপই সঠিকভাবে করেন, তাহলে তাঁকে বাকিদের মাঝে আলাদা লাগতে বাধ্য।
2/10
উৎসবের মরশুম চলছে। সেই উৎসবের মরশুমেই আপনার চোখ হয়ে উঠতে পারে মোহময়। বিশেষজ্ঞরা চোখের মেকআপের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন।
3/10
যার মাধ্যমে প্রত্যেক নারীইকেই আকর্ষণীয় লাগতে পারে। জেনে নিন কীভাবে আই লাইনার (Eyeliner) ব্যবহার করলে চোখের জাদুতে যেকোনও কাউকে ঘায়েল করতে পারবেন।
4/10
অনেকে অনেক রকমের আই লাইনার ব্যবহার করে থাকেন। কেউ লিকুইড আই লাইনার ব্যবহার করেন তো কেউ স্টিক।
5/10
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লিকুইড আই লাইনার ব্যবহরা করতে আপনি নিজের পছন্দ মতো স্টাইলে তা ব্যবহার করতে পারবেন। চোখের পাতা বরাবর সরু লাইন টেনে দিন কোন পর্যন্ত।
6/10
তবে, লিকুইড আই লাইনারের ক্ষেত্রে অনেকের সংশয় থাকে যে, তা জল লাগলে নষ্ট হয়ে যেতে পারে বলে। বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন যে, এখন বাজারে অনেক ওয়াটার প্রুফ আই লাইনার পাওয়া যায়।
7/10
যা নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত চোখে একইরকম থাকে। এই আই লাইনার ব্যবহার করলে চোখের মেকআপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
8/10
পোশাক এবং অনুষ্ঠানের সঙ্গে চোখকে মানানসই করে তুলতে ক্যাট আই লাইনার স্টাইল করতে পারেন। ক্যাট আই লাইনার স্টাইলে চোখে বোল্ড লুক আসে। যা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে।
9/10
অনেকেই চোখের পাতার উপরে এবং নিচেও আই লাইনার ব্যবহার করেন। এই স্টাইল খুবই কমন। যেকোনও উৎসবেই আপনি এমন স্টাইল করতে পারেন।
10/10
বিয়েবাড়ি কিংবা উৎসবের মরশুমে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে ব্যবহার করুন গ্লিটার আই লাইনার।