এক্সপ্লোর
Vicky Kaushal Mumbai House: এই আলিশান বাড়িতে থাকেন ভিকি কৌশল, এক ঝলকে অন্দরের কিছু ছবি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/b1451e1146d0ea4c8dd1db82224705ff_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Vicky Kaushal Mumbai House
1/9
![বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ভিকি কৌশল। প্রত্যেক সিনেমাতেই তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নেয়। ২০১৫-তে মসান সিনেমা দিয়ে বলিউডে কেরিয়ারের সূচনা। এরপর উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক ও মনমর্জিয়া সিনেমার মাধ্যমে তারকার খ্যাতি অর্জন করেন তিনি। ভিকি আলিয়া ভট্টর সঙ্গে রাজী, রণবীর কপূরের সঙ্গে সঞ্জু সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। বর্তমানে বলিউড অভিনেত্রী করিনা কপূরের সঙ্গে সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে রয়েছেন ভিকি। এখন দেখে নেওয়া যাক তাঁর বাড়ির কিছু ছবি। এই ছবি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/2afa22bd3e1ffcdd0490e9a172b7bb6868078.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ভিকি কৌশল। প্রত্যেক সিনেমাতেই তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নেয়। ২০১৫-তে মসান সিনেমা দিয়ে বলিউডে কেরিয়ারের সূচনা। এরপর উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক ও মনমর্জিয়া সিনেমার মাধ্যমে তারকার খ্যাতি অর্জন করেন তিনি। ভিকি আলিয়া ভট্টর সঙ্গে রাজী, রণবীর কপূরের সঙ্গে সঞ্জু সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। বর্তমানে বলিউড অভিনেত্রী করিনা কপূরের সঙ্গে সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে রয়েছেন ভিকি। এখন দেখে নেওয়া যাক তাঁর বাড়ির কিছু ছবি। এই ছবি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
2/9
![ভিকির বাড়ির লিভিং রুমে দুটি সোফা সেট রয়েছে। একদিকে ধূসর রঙের সোফা রয়েছে। অন্যদিকে রয়েছে কালো কাঠের প্যানেল সহ সাদা রঙের সোফা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/8e3e63a9b8c8b41f3db311651df0e5fcf56e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভিকির বাড়ির লিভিং রুমে দুটি সোফা সেট রয়েছে। একদিকে ধূসর রঙের সোফা রয়েছে। অন্যদিকে রয়েছে কালো কাঠের প্যানেল সহ সাদা রঙের সোফা।
3/9
![ভিকি মাঝেমধ্য়েই নিজের হাতে বাড়ি সাফসুতরো রাখেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/1a153315ef83a8155d7e80d1a05f8ef9c37e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভিকি মাঝেমধ্য়েই নিজের হাতে বাড়ি সাফসুতরো রাখেন।
4/9
![ভিকির বাড়ির ডাইনিং স্পেশ ফ্রোস্টেড গ্লাস টেবিল রয়েছে। এই হলে গোলাপি ও কমলা রঙের কুশন ও দেওয়া সূর্যের একটি বড় পেন্টিং রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/d3cbcb5b86826155b114bfde26d7585cf491e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভিকির বাড়ির ডাইনিং স্পেশ ফ্রোস্টেড গ্লাস টেবিল রয়েছে। এই হলে গোলাপি ও কমলা রঙের কুশন ও দেওয়া সূর্যের একটি বড় পেন্টিং রয়েছে।
5/9
![ভিকি-র বেডরুমে দেওয়াল নীল রঙের। বেডে হাল্কা নীল রঙের হেডবোর্ড ও ঘণ নীল রঙের কুশন রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/711eacf73a8c46ced5c8d52598fd3930ae9ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভিকি-র বেডরুমে দেওয়াল নীল রঙের। বেডে হাল্কা নীল রঙের হেডবোর্ড ও ঘণ নীল রঙের কুশন রয়েছে।
6/9
![তাঁর অনুরাগীরা জানেন যে, ভিকি ও তাঁর ভাই খুবই ফিটনেস সচেতন। সেজন্য বাড়িতেই একটা জিম তৈরি করে নিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/db757cb3890909513771de8970bbed463a974.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর অনুরাগীরা জানেন যে, ভিকি ও তাঁর ভাই খুবই ফিটনেস সচেতন। সেজন্য বাড়িতেই একটা জিম তৈরি করে নিয়েছেন।
7/9
![বেডরুম সংলগ্ন একটা বড় ব্যালকনি রয়েছে। সেখান থেকে মুম্বই শহরের দারুণ দৃশ্য নজরে আসে। সেইসঙ্গে কামরায় রয়েছে মানানসই রঙের পর্দা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/1436cf45ef7350ab0bc9399e04316970c8bb0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেডরুম সংলগ্ন একটা বড় ব্যালকনি রয়েছে। সেখান থেকে মুম্বই শহরের দারুণ দৃশ্য নজরে আসে। সেইসঙ্গে কামরায় রয়েছে মানানসই রঙের পর্দা।
8/9
![ভিকির বাড়ির কিচেন খুবই সাধারণ ডিজাইনের। এতে প্ল্যাটফর্মে কালো গ্রানাইট ও বাকি অংশে সাদা টাইলিং রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/2fd4b32a77b11a48f10b53b2c230913697658.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভিকির বাড়ির কিচেন খুবই সাধারণ ডিজাইনের। এতে প্ল্যাটফর্মে কালো গ্রানাইট ও বাকি অংশে সাদা টাইলিং রয়েছে।
9/9
![ভিকির ভাইয়ের কামরার দেওয়ালেও নীল রঙের থিম। কামরায় রয়েছে সাদা বিছানা।এতে ক্রিম রঙের হেডবোর্ড রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/311d158682f02517dca58cc0bbf8033f8908c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভিকির ভাইয়ের কামরার দেওয়ালেও নীল রঙের থিম। কামরায় রয়েছে সাদা বিছানা।এতে ক্রিম রঙের হেডবোর্ড রয়েছে।
Published at : 29 Jun 2021 01:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)