ওমিক্রন ভ্যারিয়েন্টের হাত ধরে হু হু করে ছড়াচ্ছে করোনা। এই সময়ে কোভিড বিধি সঠিকভাবে পালনের সঙ্গে বাড়িয়ে তুলুন ইমিউনিটিও। অনাক্রম্যতা বাড়লে বাড়বে ভাইরাস মোকাবিলার শক্তিও।
2/10
শরীরের ইমিউনিটি বাড়াতে অন্যতম উপকারী উপকরণ হল জিঙ্ক। হাতের কাছে থাকা বেশ কিছু খাবার খেলেই শরীরে প্রয়োজনীয় জিঙ্ক মজুত করা সম্ভব।
3/10
তরমুজের দানা- তরমুজের দানায় থাকে ভরপুর জিঙ্ক।
4/10
রসুন- রোজ অল্প করে রসুন খেলেই শরীরকে দেওয়া যাবে অনেক উপকারী উপকরণ। শুধু জিঙ্কই নয়, রসুনে থাকে ভিটামিন এ, বি, সি, আয়োডিন, পটাসিয়াম, ক্যালসিয়াম।
5/10
ডিমের কুসুম- ডিমের কুসুমে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক। যা শরীরের জন্য প্রচণ্ড উপকারী।
6/10
দই- যে কোনো ঋতুই হোক না কেন দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। শুধু কী বাড়তি জিঙ্ক, দই সাহায্য করে বাড়তি মেদ ঝরাতেও।
7/10
বাদাম- জিঙ্কের পাশাপাশি আয়রন, পটাসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও ফাইবার থাকে বাদামে।
8/10
কাজু- জিঙ্ক, কপার, ভিটামিন কে, ভিটামিন এ সহ দেহের জন্য উপকারী একাধিক ফ্যাটি অ্যাসিড হাজি থাকে কাজুতে।
9/10
সিসেম দানা- সিসেম দানায় থাকে প্রচুর পরিমাণ জিঙ্ক।
10/10
সুষম আহার ও মাস্ক, স্যানিটাইজার ব্যবহার থেকে যাবতীয় দূরত্ববিধি পালন, করোনা আবহে লড়াইয়ে সঙ্গী হোক সতর্কতা।