এক্সপ্লোর
Diwali Wish 2021 : বাংলায় না ইংরেজিতে, দীপাবলিতে কোন ভাষায় শুভেচ্ছা জানাতে চান প্রিয়জনকে? রইল ১০টি অপশন
Diwali Wish 2021 : বাংলায় না ইংরেজিতে, দীপাবলিতে কোন ভাষায় শুভেচ্ছা জানাতে চান প্রিয়জনকে?
1/10

'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।' রবীন্দ্রনাথের গানেই শুভেচ্ছা জানাতে পারেন দীপাবলি উৎসবের।
2/10

' কালী, তুই প্রলয়রূপিণী, আয় মা গো আয় মোর পাশে । সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল-নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারি কাছে আসে ।' এই লাইনগুলি স্বামী বিবেকানন্দের “Kali The Mother” কবিতার বঙ্গানুবাদ থেকে নেওয়া। যা https://media.belurmath.org/ থেকে প্রাপ্ত। কালীপুজোয় শুভেচ্ছা জানাতে এর থেকে ভাল লাইন কীই বা হতে পারে।
3/10

'অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়' - অমাবস্যার অন্ধকারে পথ দেখাতে পারেন তো মা কালীই । শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারেন এই লাইনগুলিও।
4/10

'আরো আলো আরো আলো / এই নয়নে, প্রভু, ঢালো' - আলোর উৎসবে জ্ঞানচক্ষু খুলে দেওয়ার প্রার্থনা ঈশ্বরের কাছে। আপনার শুভেচ্ছা বার্তায় থাকতে পারে এটুকুই।
5/10

"কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন''...শ্যামা-মাকে এই গানেই বন্দনা করেন অনেকে। আপনার শুভেচ্ছা বার্তাতেও থাকতেই পারে এই লাইনগুলি।
6/10

আপনার শুভেচ্ছা পাঠানোর পছন্দের ভাষা ইংলিশ হলে, উইশ করতে পারেন। আজকের দিনটিকে অনেকে ছোটি দেওয়ালিও বলে থাকেন। তাই লিখুন, 'May this Choti Diwali fill your heart with enthusiasm and joy ' '
7/10

'May millions of lamps illuminate your life with joy, prosperity, health and wealth' বার্তা দিন এটুকুই।
8/10

May light always guide your way towards success & happiness -- লিখে ফেলুন এসএমএস-এ
9/10

May good triumph over evil, love over hate - প্রার্থনা রাখুন সবার জন্য
10/10

আর সব শেষে ছোট্ট অথচ অর্থময় বার্তা - আজ কালো মেয়েই ঘরে আলো আনুক
Published at : 03 Nov 2021 11:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















