এক্সপ্লোর
Earth Day 2021: আমাদের পৃথিবীকে পুনরুদ্ধার করো, আর্থ ডে-তে বার্তা বিশ্ববাসীকে

ফাইল ছবি
1/7

আজ ৫১ তম আর্থ ডে। প্রতি বছর ২২ এপ্রিল এই দিনটি পালিত হয়। বিশ্বের পরিবেশকে আরও সুন্দর করে তোলার সংকল্পের দিন আর্থ ডে।
2/7

চলতি বছর আর্থ ডে-র থিম 'আমাদের পৃথিবীকে পুনরুদ্ধার করো'।
3/7

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্পাদক একটি বিবৃতিতে বলেছেন, কোভিড পরবর্তী পৃথিবীকে আরও স্বচ্ছ, সবুজ করা যেতে পারে। রাষ্ট্রসঙ্ঘ ২০০৯ সালে ২২ এপ্রিল আন্তর্জাতিক মাতৃ বসুন্ধরা দিবস হিসেবে পালম করা শুরু করেছে।
4/7

১৯৭০ সালে প্রথমবার আর্থ ডে পালিত হয় সারা বিশ্বে। ওই বছরই একযোগে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পথে নেমেছিলেন ২০ মিলিয়ন মানুষ।
5/7

বিশ্বকে দূষণমুক্ত গড়ে তুলতে ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকোতে রাষ্ট্রসঙ্ঘের সভায় দিনটির সূচনা করেন শান্তিদূত জন ম্যাককনেল। ২১ মার্চ দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৯৭০ সালে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ও ডেনিস হেইসের উদ্যোগে প্রতি বছর ২২ এপ্রিল দিনটি পালন করা হয়।
6/7

প্যারিস চুক্তিতে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নিষ্কাশন কমাবার লক্ষ্যে ২০১৬ সালে এই দিনটিতেই অঙ্গীকারবদ্ধ হয়েছিল ২০০ দেশ। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক-এর উদ্যোগে বিশ্বব্যাপী বিশেষভাবে পালিত হচ্ছে আর্থ ডে।
7/7

পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে সংকল্প নেওয়া হয়। এই বিশেষ দিনের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে তোলার বার্তা দেওয়া হয়। একইসঙ্গে গড়ে তোলা হয় সচেতনতা।
Published at : 22 Apr 2021 05:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
