আজ ৫১ তম আর্থ ডে। প্রতি বছর ২২ এপ্রিল এই দিনটি পালিত হয়। বিশ্বের পরিবেশকে আরও সুন্দর করে তোলার সংকল্পের দিন আর্থ ডে।
2/7
চলতি বছর আর্থ ডে-র থিম 'আমাদের পৃথিবীকে পুনরুদ্ধার করো'।
3/7
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্পাদক একটি বিবৃতিতে বলেছেন, কোভিড পরবর্তী পৃথিবীকে আরও স্বচ্ছ, সবুজ করা যেতে পারে। রাষ্ট্রসঙ্ঘ ২০০৯ সালে ২২ এপ্রিল আন্তর্জাতিক মাতৃ বসুন্ধরা দিবস হিসেবে পালম করা শুরু করেছে।
4/7
১৯৭০ সালে প্রথমবার আর্থ ডে পালিত হয় সারা বিশ্বে। ওই বছরই একযোগে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পথে নেমেছিলেন ২০ মিলিয়ন মানুষ।
5/7
বিশ্বকে দূষণমুক্ত গড়ে তুলতে ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকোতে রাষ্ট্রসঙ্ঘের সভায় দিনটির সূচনা করেন শান্তিদূত জন ম্যাককনেল। ২১ মার্চ দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৯৭০ সালে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ও ডেনিস হেইসের উদ্যোগে প্রতি বছর ২২ এপ্রিল দিনটি পালন করা হয়।
6/7
প্যারিস চুক্তিতে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নিষ্কাশন কমাবার লক্ষ্যে ২০১৬ সালে এই দিনটিতেই অঙ্গীকারবদ্ধ হয়েছিল ২০০ দেশ। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক-এর উদ্যোগে বিশ্বব্যাপী বিশেষভাবে পালিত হচ্ছে আর্থ ডে।
7/7
পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে সংকল্প নেওয়া হয়। এই বিশেষ দিনের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে তোলার বার্তা দেওয়া হয়। একইসঙ্গে গড়ে তোলা হয় সচেতনতা।