এক্সপ্লোর
Workout Tips: নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করেন? হঠাৎ ছেড়ে দিলে কী হতে পারে জানেন?
Gym Health Tips: জিম ছেড়ে দিলে আপনার শরীরে আকৃতি, গঠনে সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করেই দেখবেন আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে।

জিম সেশন
1/10

আপনি প্রতিদিন জিমে যান। নিয়ম করে ২-৩ ঘণ্টা জিমে সময় না কাটালে আপনার একদম ভাল লাগে না। শরীর নিয়ে আপনি বড্ড বেশি সচেতন। কিন্তু ধরন হঠাৎ জিম ছেড়ে দিলেন।
2/10

কয়েক বছর হার্ড জিম করার পর আপনি যদি জিম ছেড়ে দেন বা শরীর চর্চা ছেড়ে দেন, তবে কিন্তু একাধিক শারীরিক সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে।
3/10

জিম ছেড়ে দিলে আপনার শরীরে আকৃতি, গঠনে সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করেই দেখবেন আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে।
4/10

ব্যায়াম ছেড়ে দেওয়ার কয়েকদিনের মধ্যেই রক্তচাপের তারতম্য দেখা দিতে পারে। সাবধান থাকবে এই বিষয়ও।
5/10

জিম করলে বা নিয়মিত শরীরচর্চার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ হয়। কিন্তু হঠাৎ জিম ছেড়ে দিলে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমে যেতে পারে।
6/10

আপনি হঠাৎ শরীরচর্চা কমিয়ে দিলে পেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আবার ওজনও বেড়ে যেতে পারে।
7/10

সারাদিন কাজ কর্ম করার পরেও রাতে ঘুম আসে না অনেকের। এই সমস্যা মেটাতে পারে শরীরচর্চা।
8/10

দীর্ঘদিন জিমে শরীর চর্চা করছেন। হঠাৎ ছেড়ে দিলেন। দেখবেন শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে।
9/10

চেষ্টা করবেন অতিরিক্ত ওজন নেওয়া। বিশেষ করে বাইসেপসের জন্য বেশি ওজন না নেওয়ার।
10/10

যদি একান্তই জিম ছেড়ে দেন, তবে অবশ্যই চেষ্টা করুন নিয়মিত হাঁটার অভ্যেস করতে। শরীরকে
Published at : 14 Oct 2024 03:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
বিনোদনের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
