এক্সপ্লোর
Coronavirus : জ্বর ছাড়াও আর কী কী লক্ষণ নিয়ে আসছে এবার করোনা ? চিকিৎসকরা কী বলছেন?

জ্বর ছাড়াও আর কী কী লক্ষণ নিয়ে আসছে এবার করোনা ?
1/10

করোনা সংক্রমণ নিয়ে কি ফের ফিরতে চলেছে দুশ্চিন্তার দিন গুলো? গত কয়েকদিন ধরে সংক্রমণ ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করায় ফের তৈরি হয়েছে এই আশঙ্কা!
2/10

প্রশ্ন উঠছে, তবে কি আসতে চলেছে করোনা সংক্রমণের ফোর্থ ওয়েভ? যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, ইতিমধ্যেই দেশে চলে এসেছে করোনার চতুর্থ ঢেউ!
3/10

তবে, আশার কথা, আগের মতো আর ততটা প্রাণঘাতী হবে না এই ভাইরাস।
4/10

চিকিৎসক অজয় সরকার বলছেন, ' আতঙ্কের কিছু নেই। কোভিডকে নিমুনিয়ার মতো সঙ্গী হয়ে যাবে। এখন তাঁরাই হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাঁরা ভ্যাকসিন নেননি। '
5/10

দীর্ঘ তিন মাস পর, গত ১০ জুন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়ায়। তারপর থেকেই হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ।
6/10

চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, ' ভয়ের কিছু নেই। ভাইরাস তার চরিত্র বদল করবে। কিন্তু দেখতে হবে সংক্রমণের ক্ষমতা কতটা বাড়ল? মারণ ক্ষমতা কতটা বাড়ল? উদ্বেগের কোনও জায়গা নেই।'
7/10

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা। এরপরই রয়েছে দুই ২৪ পরগনা।
8/10

জ্বর ও ঠান্ডা লাগার অনুভূতি, গন্ধ ও স্বাদ হ্রাস পাওয়ার সমস্যা আসছে এবারও। তবে ওমিক্রনিক ওয়েভে কিন্তু স্বাদ-গন্ধের অনুভূতি খুব একটা যায়নি।
9/10

শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া, পেশী বা শরীরে নানা জায়গায় ব্যথা বেশ ভোগাচ্ছে।
10/10

গলা ব্যথা , বমি বমি ভাব হওয়া, ডায়রিয়া হলে পরীক্ষা করাতে হবে ।
Published at : 27 Jun 2022 08:13 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
