এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
Weight Loss: ভুঁড়ি কমাতে প্রতিদিনের ব্রেকফাস্টে রাখুন ৩টি খাবার
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/01e255d7c03f0f01bd635eca802c118b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভুঁড়ি কমাবেন কী কী উপায়ে?
1/9
![অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই স্থূলতায় ভুগছেন। এমনকি বাদ যাচ্ছে না শিশুরাও। শরীরের বিভিন্ন স্থানে চর্বি জমা শুরু হলেই ওজন ধীরে ধীরে বাড়তে থাকে। বিশেষ করে ভূঁড়ি নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকেই। কীভাবে দ্রুত পেটের চর্বি কমানো যায়, তা নিয়ে চর্চা করেন সব সময়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/574e4b9ae9d2f9dc72126a02812d79cbbf7a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই স্থূলতায় ভুগছেন। এমনকি বাদ যাচ্ছে না শিশুরাও। শরীরের বিভিন্ন স্থানে চর্বি জমা শুরু হলেই ওজন ধীরে ধীরে বাড়তে থাকে। বিশেষ করে ভূঁড়ি নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকেই। কীভাবে দ্রুত পেটের চর্বি কমানো যায়, তা নিয়ে চর্চা করেন সব সময়।
2/9
![পেট ও কোমরে মেদ জমতে শুরু করে সবার আগে। আর ভূঁড়ি কমাতে গেলে তো নিয়ম করে চলতেও হবে। ঘরে বসেই সহজ কিছু পেটের ব্য্যায়াম করতে হবে। পাশাপাশি খাবারের বিষয়েও নজর রাখতে হবে। তাই ব্রেকফাস্ট খুব গুরুত্বপূর্ণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/cd830ecc8feb3b5285e5f6ad61892cb7e6482.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেট ও কোমরে মেদ জমতে শুরু করে সবার আগে। আর ভূঁড়ি কমাতে গেলে তো নিয়ম করে চলতেও হবে। ঘরে বসেই সহজ কিছু পেটের ব্য্যায়াম করতে হবে। পাশাপাশি খাবারের বিষয়েও নজর রাখতে হবে। তাই ব্রেকফাস্ট খুব গুরুত্বপূর্ণ।
3/9
![পেটের মেদ কমাতে কার্বোহাইড্রেট কম করে প্রোটিন ও ফাইবার বেশি করে খেতে হবে। এক্ষেত্রে ডিম খেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/156ea6b7d266bde973c814d8c25f6f003bcd8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেটের মেদ কমাতে কার্বোহাইড্রেট কম করে প্রোটিন ও ফাইবার বেশি করে খেতে হবে। এক্ষেত্রে ডিম খেতে পারেন।
4/9
![কার্বোহাইড্রেট খুবই কম মাত্রায় থাকে ডিমে। তবে নানা ধরনের খনিজ পদার্থে ভরা থাকে এটি। পোচ, অমলেট হোক বা সাধারণ সেদ্ধ- যে কোনোভাবেই খেতে পারেন ডিম। এতে শরীর পাবে প্রয়োজনীয় প্রোটিনসহ নানা পুষ্টি উপাদান। দৈনিক ডিম খেলে ওজন খুব তাড়াতাড়ি কমতে শুরু করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/a0158c87d95e480eb71b7170a65ced80f5140.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কার্বোহাইড্রেট খুবই কম মাত্রায় থাকে ডিমে। তবে নানা ধরনের খনিজ পদার্থে ভরা থাকে এটি। পোচ, অমলেট হোক বা সাধারণ সেদ্ধ- যে কোনোভাবেই খেতে পারেন ডিম। এতে শরীর পাবে প্রয়োজনীয় প্রোটিনসহ নানা পুষ্টি উপাদান। দৈনিক ডিম খেলে ওজন খুব তাড়াতাড়ি কমতে শুরু করে।
5/9
![টকদইয়ের স্বাস্থ্য উপকারিতার কথা কমবেশি সবারই জানা। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত টকদই খান, তাদের ওজন ঝরে দ্রুত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/491cbbf30b5a322ac7ff342ef65bcb923e979.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টকদইয়ের স্বাস্থ্য উপকারিতার কথা কমবেশি সবারই জানা। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত টকদই খান, তাদের ওজন ঝরে দ্রুত।
6/9
![টকদইয়ে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন ও ক্যালসিয়াম। যা শরীরের বাড়তি ওজন কমাতে ওজনও কমায় আবার শরীরের কর্মশক্তিও জোগায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/bb488c976e3d5ee3f2a90ee919d209e053d75.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টকদইয়ে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন ও ক্যালসিয়াম। যা শরীরের বাড়তি ওজন কমাতে ওজনও কমায় আবার শরীরের কর্মশক্তিও জোগায়।
7/9
![গরমে প্রতিদিনের ডায়েটে রাখতেই পারেন টকদই। খেয়ে শরীর সুস্থও থাকবে। পাশাপাশি ওজন কমানোর ক্ষেত্রেও অনেকটা সাহায্য করবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/7db73ec601c0742155453668b82cee4014b11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গরমে প্রতিদিনের ডায়েটে রাখতেই পারেন টকদই। খেয়ে শরীর সুস্থও থাকবে। পাশাপাশি ওজন কমানোর ক্ষেত্রেও অনেকটা সাহায্য করবে।
8/9
![ওজন কমাতে উপমাও খুব দারুন কাজ করে। সুজি দিয়ে তৈরি করা হয় এই পদটি। অনেকটা ভাপা পিঠার মতো করে তৈরি করা হয় উপমা। এটি খেতে খুবিই সুস্বাদু ও পুষ্টিকর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/74eb78350468bb4f25eb42f0d5be4f8b53425.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওজন কমাতে উপমাও খুব দারুন কাজ করে। সুজি দিয়ে তৈরি করা হয় এই পদটি। অনেকটা ভাপা পিঠার মতো করে তৈরি করা হয় উপমা। এটি খেতে খুবিই সুস্বাদু ও পুষ্টিকর।
9/9
![ফাইবারে ভরপুর এই খাবার। সুজিতে থাকা ফ্যাট শরীরের ভালো কোলেস্টেরল বাড়ায়। শুধু খেয়াল রাখবেন, যেন তেল কম দিয়ে রান্না করা হয় উপমা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/26645abe3a49f65433076748e4706203b8b4c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইবারে ভরপুর এই খাবার। সুজিতে থাকা ফ্যাট শরীরের ভালো কোলেস্টেরল বাড়ায়। শুধু খেয়াল রাখবেন, যেন তেল কম দিয়ে রান্না করা হয় উপমা।
Published at : 23 Jun 2022 03:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)