এক্সপ্লোর
World AIDS Day 2023:HIV নিয়ে আজও অটুট একগুচ্ছ ভ্রান্ত বিশ্বাস! কোনটা মানবেন, কোনটা না?
Health News:আজ বিশ্ব এইডস দিবস। HIV এবং AIDS নিয়ে সচেতনতা বিস্তারে প্রত্যেক বছর, এই ১ ডিসেম্বর দিনটিতেই পুরো দুনিয়ায় 'ওয়ার্ল্ড এইডস ডে' উদযাপন করা হয়ে থাকে।
HIV নিয়ে আজও অটুট একগুচ্ছ ভ্রান্ত বিশ্বাস! কোনটা মানবেন, কোনটা না? (ছবি:PTI)
1/9

আজ বিশ্ব এইডস দিবস। HIV এবং AIDS নিয়ে সচেতনতা বিস্তারে প্রত্যেক বছর, এই ১ ডিসেম্বর দিনটিতেই পুরো দুনিয়ায় 'ওয়ার্ল্ড এইডস ডে' উদযাপন করা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হল, এত কথা, এত আলোচনার পরও HIV And AIDS নিয়ে কতটা বিজ্ঞানসম্মত ধারণা রয়েছে আমাদের মধ্যে?
2/9

সমাজের একাংশের মধ্যে এখনও HIV/AIDS আক্রান্তদের নিয়ে এখনও বেশ কিছু ভ্রান্ত ধারণা চালু রয়েছে। যেমন আজও অনেকের বিশ্বাস, HIV/AIDS আক্রান্তদের স্পর্শ করলেই সেখান থেকে রোগ ছড়িয়ে যায়।
Published at : 01 Dec 2023 08:37 PM (IST)
আরও দেখুন






















