প্রায়ই বলা হয়ে থাকে যে ত্বক উজ্জ্বল করতে কেবল বাইরে থেকে নয় ভিতর থেকেও সুস্থ থাকতে হবে। আপনার ত্বককে উজ্জ্বল করতে তাই প্রোডাক্ট নয়, বরং ভরসা রাখুন যোগাসনে।
2/8
দীর্ঘায়ু এবং বার্ধক্যকে মুঠোয় রাখতে যোগাসনের জুরি মেলা ভার। নির্দিষ্ট কিছু আসন যদি করা যায় নিয়মিত ভিত্তিতে তাহলে উজ্জ্বল ত্বক পাওয়া এমন কিছু কঠিন নয়।
3/8
সর্বাঙ্গাসন খুব কাজ করে ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে। নাম শুনলেই বোঝা যাচ্ছে, ‘সর্বাঙ্গাসন’ সর্ব অঙ্গের উপকারে লাগে এমনই একটি আসন।
4/8
যদি নিয়ম করে সর্বাঙ্গাসন অভ্যেস করেন অল্প বয়স থেকে, তা হলে থাইরয়েডের প্রভাবে হওয়া অনেক সমস্যা এড়ানো সম্ভব৷
5/8
হলাসনও খুব উপকারী। এই আসনে দেহ ভঙ্গিমা হল (লাঙ্গল)-এর মতো দেখায় বলে এর নামকরণ করা হয়েছে হলাসন (হল + আসন)। দেহ অনেকটাই সুস্থ থাকে এই সকল আসন করলে।
6/8
নিয়মিত অধোমুখ শবাসন করলে যেমন পেটের মেদ ঝরবে, তেমনই পেশির জোরও বাড়বে। সঙ্গে হাত, পিঠ এবং থাইয়ের ক্ষমতাও বাড়াবে চোখে পড়ার মতো।
7/8
ত্রিকোণাসন পেটের মেদ ঝরাতে এই আসনটির জুড়ি মেলা ভার। হজম ক্ষমতার উন্নতিতে এই আসনটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
8/8
চটজলদি ওজন কমানোর পাশাপাশি শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়াতে যোগাসনের কোনও বিকল্প হয় না বললেই চলে। আর যত সুস্থ থাকবে শরীর তত জেল্লা ফিরবে ত্বকে ও চেহারায়।