এক্সপ্লোর
Sleep Better: দিনের শেষে ঘুমের দেশে...
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/e94ca84723b53ac90d9e03d044f511e5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/13
![রাতে ঘুম ভাল না হলে মুড সারাদিন খারাপ। মেজাজ চড়ে সপ্তমে। ছোটোখাটো কথাও সহজে ঢুকতে চায় না কানে। তাই মনে ভাল, শরীরে চাঙ্গা থাকতে নির্ভেজাল শান্তির ঘুম অত্যন্ত জরুরি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/21714d09b731adb0df9ae11dd6d8ea4e9dee1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাতে ঘুম ভাল না হলে মুড সারাদিন খারাপ। মেজাজ চড়ে সপ্তমে। ছোটোখাটো কথাও সহজে ঢুকতে চায় না কানে। তাই মনে ভাল, শরীরে চাঙ্গা থাকতে নির্ভেজাল শান্তির ঘুম অত্যন্ত জরুরি।
2/13
![তথ্য বলছে, আমাদের জীবনের এক-তৃতীয়াংশ আমরা ঘুমের পিছনে ব্যয় করি। এবং তা অতি প্রয়োজনীয়ও বটে। খাবার আর জলের মতো জীবন টিকিয়ে রাখতে সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার। কিন্তু অনেকেই এমন আছেন, সারারাত এপাশ-ওপাশ করেও যাঁদের ঘুম থেকে যায় অধরা।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
তথ্য বলছে, আমাদের জীবনের এক-তৃতীয়াংশ আমরা ঘুমের পিছনে ব্যয় করি। এবং তা অতি প্রয়োজনীয়ও বটে। খাবার আর জলের মতো জীবন টিকিয়ে রাখতে সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার। কিন্তু অনেকেই এমন আছেন, সারারাত এপাশ-ওপাশ করেও যাঁদের ঘুম থেকে যায় অধরা।
3/13
![কিন্তু কেন ? ভাল ঘুমের অন্তরায় হিসেবে অনেকগুলি কারণকে সময়ে সময়ে চিহ্নিত করে এসেছেন গবেষকরা। দীর্ঘ সময় ধরে কাজ, ব্যস্ত লাইফস্টাইল, অপর্যাপ্ত বিশ্রাম স্লিপ সাইকলকে ব্যাহত করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/c50ade499975a3e2bcf75fce1e9f6b08143a0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু কেন ? ভাল ঘুমের অন্তরায় হিসেবে অনেকগুলি কারণকে সময়ে সময়ে চিহ্নিত করে এসেছেন গবেষকরা। দীর্ঘ সময় ধরে কাজ, ব্যস্ত লাইফস্টাইল, অপর্যাপ্ত বিশ্রাম স্লিপ সাইকলকে ব্যাহত করে।
4/13
![এছাড়াও মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপে অত্যধিক সময় কাটানো, শারীরিক কার্যকলাপ কমে যাওয়া, বেশি পরিমাণে কফি পান এবং গায়ে সূর্যের আলো কম লাগালে ঘুমের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/510ae56c0adfed8e015f019953504b740ddeb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়াও মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপে অত্যধিক সময় কাটানো, শারীরিক কার্যকলাপ কমে যাওয়া, বেশি পরিমাণে কফি পান এবং গায়ে সূর্যের আলো কম লাগালে ঘুমের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
5/13
![পরিসংখ্যান বলছে, ভারতে প্রায় ২৮ মিলিয়ন মানুষ স্লিপ অ্যাপনিয়ায় ভোগেন। যার মধ্যে ৮০ শতাংশ ধরা পড়ে না বা চিকিৎসার আওতায় আসে না বললেই চলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/871541a1c900a72c24794bc4d92577f04e8e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিসংখ্যান বলছে, ভারতে প্রায় ২৮ মিলিয়ন মানুষ স্লিপ অ্যাপনিয়ায় ভোগেন। যার মধ্যে ৮০ শতাংশ ধরা পড়ে না বা চিকিৎসার আওতায় আসে না বললেই চলে।
6/13
![দীর্ঘ সময় ধরে ঘুমে ঘাটতি হলে স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়ে। বৌদ্ধিক কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হয়। স্থূলতার সমস্যা আসতে পারে। হৃদজনিত সমস্যা, হজমের গন্ডগোল, রোগ প্রতিরোধ সমস্যায় ভুগতে হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/26bdf4f08e25724bcffd560bb6aaa132b0a4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘ সময় ধরে ঘুমে ঘাটতি হলে স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়ে। বৌদ্ধিক কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হয়। স্থূলতার সমস্যা আসতে পারে। হৃদজনিত সমস্যা, হজমের গন্ডগোল, রোগ প্রতিরোধ সমস্যায় ভুগতে হতে পারে।
7/13
![অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া গ্লুকোজ় মেটাবলিজ়মকে দুর্বল করে এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করে। যা টাইপ টু ডায়াবেটিস মেলিটাসের আশঙ্কা বাড়ায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/790dfef9033cb0e0384718e1b49699d2abd05.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া গ্লুকোজ় মেটাবলিজ়মকে দুর্বল করে এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করে। যা টাইপ টু ডায়াবেটিস মেলিটাসের আশঙ্কা বাড়ায়।
8/13
![কোনও কোনও সমীক্ষায় আবার অপর্যাপ্ত ঘুমের সঙ্গে ক্যান্সারের রিস্কও উঠে এসেছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে, ঘুমে ঘাটতি কর্টিসল ও মেলাটোনিন হরমোনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/614f2d37ed6f91fe9e59bb1074139e7703e81.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কোনও কোনও সমীক্ষায় আবার অপর্যাপ্ত ঘুমের সঙ্গে ক্যান্সারের রিস্কও উঠে এসেছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে, ঘুমে ঘাটতি কর্টিসল ও মেলাটোনিন হরমোনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায়।
9/13
![রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে কর্টিসোল হরমোন আর মেলাটোনিন অবাঞ্ছিত টিউমারের বৃদ্ধি প্রতিরোধ করে এবং DNA গঠনে ভূমিকা নেয়। সবে মিলে ক্যানসার রুখতে কার্যকরী ভূমিকা নেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/35d2bb9a08cde13d1412a2c3c729d7dc17b49.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে কর্টিসোল হরমোন আর মেলাটোনিন অবাঞ্ছিত টিউমারের বৃদ্ধি প্রতিরোধ করে এবং DNA গঠনে ভূমিকা নেয়। সবে মিলে ক্যানসার রুখতে কার্যকরী ভূমিকা নেয়।
10/13
![ঘুমের ব্যাঘাত বিশ্বব্যাপী পথ দুর্ঘটনা ও শিল্পস্থলের বড়সড় দুর্ঘটনার সঙ্গেও জড়িত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/6b8dce77b6fd4e685aa828179e3ad207b1777.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘুমের ব্যাঘাত বিশ্বব্যাপী পথ দুর্ঘটনা ও শিল্পস্থলের বড়সড় দুর্ঘটনার সঙ্গেও জড়িত।
11/13
![ঘুমকে নাগালে আনতে গেলে কী করতে হবে ? শিবাশিস দে, ResMed-এর এশিয়া ও ল্যাটিন অ্যামেরিকা মেডিক্যাল অ্যাফেয়ার্স হেড আই এ এন এস-কে কিছু তথ্য জানিয়েছেন। দৈনিক ৮ ঘণ্টার ঘুম। আর রোজ একই সময়ে শোওয়া ও ঘুম থেকে ওঠা । ভালো ঘুমের অন্যতম কেমিস্ট্রি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/acbbe509404fa601890db513f9cf5eb51ba61.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘুমকে নাগালে আনতে গেলে কী করতে হবে ? শিবাশিস দে, ResMed-এর এশিয়া ও ল্যাটিন অ্যামেরিকা মেডিক্যাল অ্যাফেয়ার্স হেড আই এ এন এস-কে কিছু তথ্য জানিয়েছেন। দৈনিক ৮ ঘণ্টার ঘুম। আর রোজ একই সময়ে শোওয়া ও ঘুম থেকে ওঠা । ভালো ঘুমের অন্যতম কেমিস্ট্রি।
12/13
![এছাড়াও ব্যায়াম, সূর্যালোকের ছোঁওয়া ভাল ঘুম এনে দিতে পারে। ঘুমের আগে গরম জলে স্নান, মেডিটেশন ভাল ঘুমে কাজ দেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/7fffb663120dd173020ed4b9bc22358311760.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়াও ব্যায়াম, সূর্যালোকের ছোঁওয়া ভাল ঘুম এনে দিতে পারে। ঘুমের আগে গরম জলে স্নান, মেডিটেশন ভাল ঘুমে কাজ দেয়।
13/13
![সকালে উঠে মাথার যন্ত্রণা, দিনের বেলা ঘুম-ঘুম ভাব, নাক ডাকা, ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসের অনিয়মিত ছন্দ, অহেতুক ক্লান্তির মতো লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। ওয়ান স্লিপ টেস্ট, স্লিপ থেরাপিতে উপকার হতে পারে। তথ্যসূত্র- আইএএনএস লাইফ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/628f3324cca49612795afabc13c2e28f54319.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সকালে উঠে মাথার যন্ত্রণা, দিনের বেলা ঘুম-ঘুম ভাব, নাক ডাকা, ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসের অনিয়মিত ছন্দ, অহেতুক ক্লান্তির মতো লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। ওয়ান স্লিপ টেস্ট, স্লিপ থেরাপিতে উপকার হতে পারে। তথ্যসূত্র- আইএএনএস লাইফ
Published at : 17 Mar 2021 08:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)