এক্সপ্লোর
Fruit Cake Recipe: আসছে নতুন বছর, উৎসবের মরসুমে বাড়িতেই বানিয়ে ফেলুন মিক্সড ফ্রুট কেক
সহজে বানিয়ে ফেলুন মিক্সড ফ্রুট কেক
1/10

বড়দিন যেতে না যেতেই চলে আসে নতুন বছর। শীতকালীন উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। এই সময়ে দোকান থেকে কেক কিনে কেন খাবেন? যেখানে বাড়িতে সহজেই তৈরি করে ফেলতে পারেন নিজের পছন্দ মতো কেক। তাহলে আজ দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলবেন মিক্সড ফ্রুট কেক।
2/10

মিক্সড ফ্রুট কেক তৈরি করার জন্য প্রথমে, অর্ধেক কাপ মাখন, অর্ধেক কাপ ক্রিম, এক কাপ দুধ, ২টো ডিম, দু কাপ ময়দা, এক কাপ গুঁড়ো চিনি, এক চামচ বেকিং পাউডার, অর্ধেক কাপ ড্রাই ফ্রুটস এবং দেড় কাপ শুকনো করে রাখা মিক্সড ফ্রুট নিয়ে নিন।
Published at : 26 Dec 2021 04:07 PM (IST)
আরও দেখুন






















