এক্সপ্লোর
Skin Health: ফল, ডাল আর কফি, ঘরোয়া টোটকায় মুশকিল আসান
প্রতীকী ছবি
1/10

সবাই চায় সুন্দর ত্বক। কিন্তু কাদের ব্যস্ততার মধ্যে ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। পুরুষ হোক বা মহিলা, ত্বকের স্বাস্থ্য নিয়ে কপালে চিন্তার ভাঁজ থাকে অনেকেরই। রোদের মধ্যে বাইরে বেরনো, ধুলো-ধোঁয়ার মধ্যে থাকা--এই সব কারণেই ক্ষতিকর প্রভাব পড়ে ত্বকের উপর।
2/10

সহজেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। অল্প পরিশ্রমেই ত্বকের স্বাস্থ্য় আগের অবস্থায় ফিরিয়েও আনা যায়। তার জন্য অবশ্য পার্লারে বা সেলুনে যেতে হবে এমন নয়। বাজিমাত করবে ঘরোয়া টোটকা। একদিকে টাকা যেমন বাঁচবে, অন্যদিকে রাসায়নিকও এড়ানো যাবে। কোন পথে ফেরানো যাবে ত্বকের জৌলুস?
Published at : 12 May 2022 08:29 PM (IST)
আরও দেখুন






















