করোনা আবহে জীবনে এসেছে আমূল পরিবর্তন। বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিবর্তন নেতিবাচক বার্তা নিয়ে এসেছে। আর গত একবছরের বেশি সময় আমরা পরিচিত হয়েছি একাধিক নতুন শব্দের সঙ্গে। অভিধানে তাদের ঠাঁই থাকলেও, দৈনন্দিন জীবনের সঙ্গে পরিচয় ছিল না সেই শব্দগুলির। রইল তেমনই কিছু শব্দের তালিকা।
2/8
লকডাউন: ঠিক একবছর আগে এই দিনে দেশজুড়ে ঘোষণা হয়েছিল। গত এক বছরে সবথেকে বেশি এই শব্দ ব্যবহার করেছে বিশ্ববাসী। অভিধান অনুযায়ী, সামাজিক যোগাযোগ, যাতায়াত এবং পাবলিক স্পেসে ঘোরা নিষিদ্ধ। সংক্রমণ রুখতে একাধিক দেশ লকডাউন ঘোষণা করে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া যেত।
3/8
ওয়েবিনার: কোভিড পূর্ব পরিস্থিতিতে সেমিনার হত। কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে তা সম্ভব নয়। ভার্চুয়াল মাধ্যমের উপর ভরসা করতে হয়। তাই ওয়েবিনার শুরু হয়। বাড়িতে বসেই ওয়েবিনার অংশগ্রহণ করে অনেকেই।
4/8
কোয়ারান্টিন: কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গত বছর ঘোষণা করে কোয়ারান্টিন ২০২০ সালের সবথেকে বেশি সার্চ করা হয়েছিল। যা আইসোলেশনের প্রতিশব্দ। কোভিড ১৯ সংক্রমণ রুখতে বহু মানুষকে কোয়ারান্টিন করা হয়। এই দেশে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে কীভাবে মানুষ কোয়ারান্টিন পালন করছেন, তা পর্যবেক্ষণ করে প্রশাসন।
5/8
কোমর্বিডিটি: করোনা আবহে এবং তার পরবর্তী সময়ে অন্যতম চর্চিত শব্দ কোমর্বিডিটি। যার অর্থ, কোভিড ১৯-এ আক্রান্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর আশঙ্কা বেশি। চিকিৎসকদের মতে, মূলত যাদের ডায়বেটিস, হৃদযন্ত্রের সমস্যা, সিওপিডি বা কিডনির সমস্যা আছে, তাদের কোমর্বিডিটি আছে বলা হয়।
6/8
ওয়ার্ক ফ্রম হোম: বাড়ি বসে কাজ কোনও নতুন বিষয় নয়। কর্মক্ষেত্রের প্রয়োজনে কোভিড পূর্ব পরিস্থিতিতেও বাড়িতে কাজ করতে হত। কিন্তু করোনা আবহে এটাই অপরিহার্য হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ বাড়তে থাকা এবং লকডাউনের জেরে বাড়িতে বসেই শুরু করতে হয় কাজ বা ওয়ার্ক ফ্রম হোম।
7/8
মাস্ক, স্যানিটাইজার: কোভিজ রোখার অন্যতম দুই হাতিয়ার মাস্ক এবং স্যানিটাইজার। গত এক বছরের বেশি সময় ধরে যার ব্যবহার বেড়েছে বিশ্বজুড়ে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন মাস্ক ব্যবহাপ করা বাধ্যতামূলক। একইসঙ্গে স্যানিটাইজার ব্যবহারও করতে হবে সংক্রমণ রোধে। বাজারে দুই জিনিস সহজলোভ্য থাকলেও, করোনা আবহেই ব্যবহার বেড়েছে।
8/8
ভার্চুয়াল ক্লাস: করোনা আবহে বন্ধ স্কুল, কলেজ। তাই ভরসা করতে হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে। বেড়েছে অনলাইন ক্লাসের প্রবণতা। কোভিড আবহে তাই অভিধানে যোগ হয়েছে ভার্চুয়াল ক্লাসের মতো শব্দও।